ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডমিঙ্গোর কণ্ঠেও একই সুর 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৩০ মার্চ ২০২১  
ডমিঙ্গোর কণ্ঠেও একই সুর 

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও এক ম্যাচ হাতে রেখে হেরেছে বাংলাদেশ। তবে নেপিয়ারে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হার ছাপিয়ে আলোচনা বৃষ্টি আইনের গোলযোগ নিয়ে। নিউ জিল্যান্ডের ব্যাটিংয়ের পর বাংলাদেশের ইনিংস শুরুর আগে এক টার্গেট; ইনিংস শুরুর পর দাঁড়ায় আরেক। 

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পর প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠেও সেই একই সুর। দুজনেই কথা বলছেন এই বিষয়ে। মাহমুদউল্লাহ জানিয়েছিলেন তারা টার্গেট নিয়ে ধোঁয়াশায় ছিলেন; ডমিঙ্গো জানান এমন কিছু দেখা সুখকর নয়। 

দক্ষিণ আফ্রিকান কোচ বললেন, ‘আমার মন হয় আমি কখনও এ ধরনের কোনও ম্যাচ দেখিনি। কেউ জানতাম না টার্গেট কত! ডাকওয়ার্থ লুইসের (বৃষ্টি আইন) হিসেব কীভাবে হচ্ছে। পাঁচ ওভার পর কত রান রাখা চাই- কেউই জানতো না। আগে কখনোই এমন ম্যাচ দেখিনি। ম্যাচ শুরু হয়ে গেছে অথচ কেউ জানেই না কত রান করতে হবে। এমনটি দেখা মোটেও সুখকর নয়।’

বাংলাদেশ কোচের মতে হিসেব-নিকেশ শেষ করেই মাঠে নামা উচিত ছিল। তিনি বলেন, ‘ডাকওয়ার্থ লুইসের হিসেব-নিকেশ শেষ করার পর ম্যাচ শুরু করা উচিত ছিল। কত ওভারে আমাদের কত রান করতে হবে তা নির্ধারণ করে দিয়ে খেলা শুরু করা উচিত ছিল।’ 

বৃষ্টির কারণে ১৭.৫ ওভার ব্যাটিংয়ের পর আর নামতে পারেনি নিউ জিল্যান্ড। বৃষ্টি আইনে প্রথমে টার্গেট ছিল ১৬ ওভারে ১৪৮ রান। দ্বিতীয় ওভার ব্যাটিংয়ের সময় খেলা থামিয়ে জানানো হয় টার্গেট আরও বেশি। জয়ের জন্য দরকার ১৬ ওভারে ১৭১। 

বাংলাদেশ এই ম্যাচে হারে ২৮ রানে। নিউ জিল্যান্ডের ১৭১ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করেন মাহমুদউল্লাহরা। লিটন দাস শুরুতে ফিরলেও সৌম্য সরকারের ঝড়ো ইনিংসে উঁকি দেয় সম্ভাবনা। ২৭ বলে ৫১ করে সৌম্য আউট হলে ঘুরে যায় ম্যাচের গতিপথ। শুরুর মতো শেষটা সুন্দর করতে পারেনি বাংলাদেশ। 

প্রধান কোচ বলেন, ‘১০ ওভারে ১০০ রান, শুরুটা ভালোই ছিল। আমরা সুন্দরভাবে শেষ করতে পারিনি। তবে এই ম্যাচ থেকে নেওয়ার মত ইতিবাচক অনেক কিছু আছে।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়