ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কমছে জাতীয় লিগের ভেন্যু সংখ্যা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৩১ মার্চ ২০২১   আপডেট: ১৬:৩১, ৩১ মার্চ ২০২১
কমছে জাতীয় লিগের ভেন্যু সংখ্যা

দেশে করোনাভাইরাসের প্রকোপ হুহু করে বাড়তে থাকায় জনজীবনে নিয়ন্ত্রণ আরোপ করছে সরকার।  তারই ধারাবাহিকতায় চলমান বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ স্পন্সরড বাই ওয়ালটন-এর ভেন্যু সংখ্যা কমানো হচ্ছে।

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় দলের ম্যানেজার আলী হোসেন।

বুধবার মুঠোফোনে আলী হোসেন বলেন, ‘তৃতীয় রাউন্ড থেকে জাতীয় লিগ হবে দুটি ভেন্যুর চারটি মাঠে। বিকেএসপির দুটি মাঠ ও শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে।‘

আকবর আলী-মোহাম্মদ আশরাফুলরাসহ বেশ কয়েকজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। এরপর এমন সিদ্ধান্তের কথা জানা যায়।

করোনাকালীন কঠোর স্বাস্থ্যবিধি মেনেই আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট। ক্রিকেটারদের রাখা হয়েছে সম্পূর্ণ বায়োবাবলে। হোটেল-মাঠ, মাঠ-হোটেল ছাড়া বের হচ্ছেন না ক্রিকেটাররা। 

আলী হোসেন বলেন ‘আমরা ক্রিকেটারদের বায়োবাবলের মধ্যে রেখেছি। হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে হোটেল ছাড়া কোঠাও কেউ যাতায়াত করছে না। আর বিকেএসপিতে যখন খেলা হবে তখন ক্রিকেটাররা বিকেএসপিতেই থাবে। কক্সবাজারে হোটেলে বায়োবাবলের ব্যবস্থা করেই তবে রাখা হবে।’

২২ মার্চ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দেশের চারটি ভেন্যুতে একযোগে শুরু হয় প্রথম রাউন্ডের খেলা। ২৯ মার্চ থেকে চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা। ৫ এপ্রিল থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়