Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৮ মে ২০২১ ||  বৈশাখ ২৫ ১৪২৮ ||  ২৫ রমজান ১৪৪২

টেস্ট খেলার সুযোগে উচ্ছ্বসিত সালমারা 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৩৪, ৩ এপ্রিল ২০২১

নারী ক্রিকেটের সব পূর্ণ সদস্যকে ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাতে করে বাংলাদেশের টেস্ট খেলতে কোনও বাধা থাকলো না। টেস্ট খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নাহিদা-সালমারা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ক্রিকেট কমিটির বৈঠক শেষে আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নারী ক্রিকেটের পূর্ণ সদস্যদের স্থায়ীভাবে টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এতদিন পর্যন্ত কেবল দশটি দল- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের টেস্ট খেলার অনুমতি পায়।

টেস্ট স্ট্যাটাসের সুখবর শুনে গণমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন সালমারা। রাইজিংবিডির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

সালমা

‘আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করি মেয়েদের ক্রিকেটে এটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।‘

রুমানা

‘আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা আমাদের জন্য ভালো নিউজ। এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমাদের নারী ক্রিকেট পূর্ণতা পেয়েছে। সত্যি কথা নিজেদের টেস্ট খেলোয়াড় হিসেবে ভাবতে অন্যরকম অনুভূতি হচ্ছে। এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমাদের ক্রিকেটটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।‘

নাহিদা

‘আলহামদুলিল্লাহ আমরা খুবই  আনন্দিত টেস্ট মর্যাদা পেয়ে। আশা করি এটা ভবিষ্যতে মেয়েদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।‘ 

জ্যোতি
‘আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে অন্তর্ভুক্ত হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আহা করি অবশ্যই এটি বাংলাদেশ ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে যাবে।‘

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়