ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুঃস্বপ্নের সফর শেষে দেশে মাহমুদউল্লাহ, মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১১:২২, ৪ এপ্রিল ২০২১
দুঃস্বপ্নের সফর শেষে দেশে মাহমুদউল্লাহ, মুশফিকরা

সৌন্দর্যের কথা বললে গোটা নিউ জিল্যান্ড-ই যেন স্বর্গ। মনোমুগ্ধকর ফটোজেনিক প্রকৃতি যেন অপার্থিব সৌন্দর্যের আধার। ভ্রমণপিপাসু মানুষের কাছে নিউ জিল্যান্ড যেন একটি স্বপ্নের নাম। তবে স্বপ্নের মতো এই দেশে মাঠের ক্রিকেটে বাংলাদেশের জন্য বরাবরই দুঃস্বপ্নের।

কারণ সেখানে এখনও স্বাগতিকদের বিপক্ষে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। জয়হীন আরেকটি সফর শেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউ জিল্যান্ড থেকে দেশে ফিরেছে। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় দলকে বহনকারী বিমান হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ক্রিকেটারদের ১৮ জন ফিরলেও কোচিং স্টাফের সবাই আজ ফেরেননি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো নিউ জিল্যান্ডে ছুটি কাটাবেন। ফিল্ডিং কোচ রায়ান কুক দক্ষিণ আফ্রিকায় ফিরেছেন পরিবারের কাছে। কোচিং ও সাপোর্ট স্টাফের বাকি সদস্যরা ফিরেছেন দলের সঙ্গে।

বাংলাদেশ দলের নিউ জিল্যান্ড সফর মানেই বিভীষিকাময় অধ্যায়। টানা ম্যাচ হার, হারার আগেই হেরে যাওয়া, হতশ্রী পারফরম্যান্স ও দূর্বল মানসিকতা; সব ফুটে উঠে মাঠের ক্রিকেটে। নিউ জিল্যান্ডে এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ৩২টি ম্যাচ খেলছে বাংলাদেশ। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বীতা নেই। অসহায় আত্মসমর্পণে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৩২টি। চলতি সফরের আগে ব্যবধান ছিল ২৬-০। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে এখন ব্যবধান ৩২-০।

ব্যাটি-বোলিং যেমনতেমন হলেও এবারের সফরে বাংলাদেশের ফিল্ডিং ছিল হতশ্রী। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৪ ক্যাচ ছেড়ে। শেষ টি-টোয়েন্টিতেও ক্যাচ মিস হয়েছে ৪টি। ফিল্ডিং নিয়ে বরাবরই গর্ব বাংলাদেশ শিবিরের। কিন্তু নিউ জিল্যান্ডের সবুজ গালিচায় ফিল্ডিংয়ে ছিল না প্রাণ।

মাঠের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ভালো ফল নেই বাংলাদেশের। ১২ এপ্রিল শ্রীলঙ্কায় দুই টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। দ্বীপরাষ্ট্রে বাংলাদেশ ভালো করতে পারে কিনা সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়