ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টানা ২২ জয়ে অস্ট্রেলিয়া নারী দলের ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ৪ এপ্রিল ২০২১  
টানা ২২ জয়ে অস্ট্রেলিয়া নারী দলের ইতিহাস

নিউ জিল্যান্ড সফরে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। টানা ২২ জয়ের রেকর্ড গড়েছে তারা।

যা এখন পর্যন্ত কোন পুরুষ দলও করতে পারেনি৷ রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া জিতেছিল টানা ২১ ওয়ানডে। মেগ ল্যানিংয়ের দল ছাপিয়ে গেল পন্টিং, গিলক্রিস্টদের মর্যাদার সেই কীর্তি।

রোববার মাউন্ট মঙ্গানিউতে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া।আগে ব্যাটিং করে স্বাগতিক দল ২১২ রানে গুটিয়ে যায়। অতিথিরা ৬৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে। বল হাতে ৪ উইকেট নিয়ে মেগান স্কুট ম্যাচসেরার পুরস্কার পান।

২০১৭ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার নারী দল শেষ ওয়ানডে হেরেছিল। ইংল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে মাত্র ২০ রানে হেরেছিল তারা। এরপর থেকে তাদের জয়রথ ছুটছে। টানা ২২ ম্যাচের জয়ে অসিরা নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এ সময়ে তারা নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৭ ম্যাচ খেলেছে৷

এছাড়া ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে সিরিজ খেলেছে তারা। জিতেছে প্রতিটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের খেলার কথা ছিল কিন্তু গত বছর করোনার কারণে তিন ওয়ানডে বাতিল হয়।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়