ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শাদাবের দক্ষিণ আফ্রিকা সফর শেষ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৫ এপ্রিল ২০২১  
শাদাবের দক্ষিণ আফ্রিকা সফর শেষ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওয়ানডে খেলেই শেষ হলো শাদাব খানের সফর। বাঁ পায়ের পাতার ইনজুরিতে স্বাগতিকদের বিপক্ষে চলমান সিরিজ ও জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন পাকিস্তানের লেগস্পিনার। সোমবার (৫ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ড এই খবর জানায়।

রোববার (৪ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় পায়ে আঘাত পান শাদাব। যা তাকে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠাচ্ছে। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘এক্স রে রিপোর্টে চোটের যে অবস্থা ধরা পড়েছে তার চিকিৎসা ধীরে ধীরে করতে হবে এবং শাদাব চার সপ্তাহের পুনর্বাসনে যাবেন।’

এই বছরের শুরুতে ঊরুর চোট নিয়ে নিউ জিল্যান্ড টেস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ থেকে ছিটকে যান শাদাব। আফ্রিকান দলটির বিপক্ষে তিন ফরম্যাটের দলেই ছিলেন তিনি।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে কোনও উইকেট নিতে পারেননি শাদাব। ব্যাট হাতে করেন ৩৩ ও ১৩ রান। দ্বিতীয় ম্যাচে ১৭ রানে জিতে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে পাকিস্তান। ৭ এপ্রিল তৃতীয় ওয়ানডে খেলার তিন দিন পর প্রোটিয়াদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাবর আজমের দল।

এরপর ২১ এপ্রিল জিম্বাবুয়ের মাটিতে শুরু হবে তাদের তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্টের সিরিজ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়