ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পেছালো পাকিস্তান যুব দলের বাংলাদেশ সফর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৬ এপ্রিল ২০২১  
পেছালো পাকিস্তান যুব দলের বাংলাদেশ সফর

করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতিতে বাংলাদেশে চলছে এক সপ্তাহের লকডাউন। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে পাঠানোর দিনক্ষণে পরিবর্তন আনলো। ছয় দিন পেছানো হয়েছে পাকিস্তান যুব দলের এই সফর।

নতুন সূচিতে পাকিস্তান দল এখন ১১ এপ্রিলের পরিবর্তে ১৭ এপ্রিল দেশ ছাড়বে। পিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, ‘পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১১ এপ্রিলের পরিবর্তে ১৭ এপ্রিল বাংলাদেশ সফর করবে।’

আগামী ২৩ এপ্রিল থেকে সিলেটে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তানের যুব দল। এরপর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম তিনটি ৫০ ওভারের ম্যাচ হবে সিলেটে, শেষ দুটি ঢাকায়।

পিসিবি আরও বলেছে, এই সফরের জন্য ১৭ জনের চূড়ান্ত দল শিগগিরই ঘোষণা করা হবে। দেশ ছাড়ার আগ পর্যন্ত লাহোরে অনুশীলন চালিয়ে যাবে স্কোয়াড। গাদ্দাফি স্টেডিয়ামে বর্তমানে ক্যাম্প করেছে তারা, ১২ এপ্রিল থেকে তা স্থানান্তর হবে ন্যাশনাল হাই-পারফরম্যান্স সেন্টারে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়