ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউসিএলে হালান্ডের অটোগ্রাফ নিলেন ম্যাচ রেফারি! 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:১৯, ৭ এপ্রিল ২০২১
ইউসিএলে হালান্ডের অটোগ্রাফ নিলেন ম্যাচ রেফারি! 

নরওয়ের ফুটবল তারকা আর্লিং হালান্ড মাঠ মাতাচ্ছেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। তাকে পেতে ইতিমধ্যে কাড়াকাড়ি শুরু হয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা থেকে শুরু করে বিশ্বের বড় বড় ক্লাবগুলো। 

এমন তারকাকে কাছে পেলে অটোগ্রাফ নিতে কে না চায়। তাই বলে ম্যাচের অ্যাসিস্ট্যান্ট রেফারি? এমনটাই ঘটেছে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস  লিগের (ইউসিএল) শেষ আটের প্রথম লেগের খেলায় মঙ্গলবার রাতে। ম্যানচেস্টার সিটি-বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের শেষে অ্যাসিস্ট্যান্ট রেফারিকে দেখা গেছে অটোগ্রাফ নিতে! 

ম্যাচ শেষে যখন দুই দলের ফুটবলাররা যাচ্ছিলেন ড্রেসিং রুমের দিকে তখন ম্যাচের অ্যাসিস্ট্যান্ট রেফারি হালান্ড থেকে অটোগ্রাফ নেন। যদিও ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এমন কিছু করার নিয়ম নেই। তবে ম্যাচ শেষ হওয়াতে কোনো সমস্যা হবে না রেফারির। 

চলতি মৌসুমে হালান্ড চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করেন। এ ছাড়া বুন্দেস লিগায় তার পা থেকে আসে ২১ গোল। তবে ম্যানসিটির বিপক্ষে হালান্ড ছিলেন গোলশূন্য। তার দলও হেরেছে ২-১ গোলে। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়