ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তসলিমার মন্তব্যে চটেছেন মঈনের বাবা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৭ এপ্রিল ২০২১  
তসলিমার মন্তব্যে চটেছেন মঈনের বাবা

বাবার সঙ্গে মঈন আলী

ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীকে নিয়ে এক টুইট করে বিতর্কের ঝড় তোলেন বাংলাদেশি সাহিত্যিক তসলিমা নাসরিন। তিনি মন্তব্য করেন, ক্রিকেটার না হলে মঈন সিরিয়ায় যেতেন সন্ত্রাসী সংগঠন আইএসআইএসে। এতে জোফরা আর্চার, স্যাম বিলিংস ও বেন ডাকেটরা তার কড়া সমালোচনা করলে টুইট মুছে ফেলেন তসলিমা এবং পরে দাবি করেন, মন্তব্যটি ছিল ব্যাঙ্গাত্মক। ৫৮ বছর বয়সী লেখিকার দ্বিতীয় টুইট নিয়ে ক্ষেপেছেন মঈনের বাবা মুনির আলী।

ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা এক কলামে তসলিমার ‘জঘন্য’ মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুনির। তিনি লিখেছেন, ‘আমার ছেলে মঈনকে নিয়ে করা তসলিমা নাসরিনের মন্তব্যে আমি হতভম্ব ও ব্যথিত। পরে করা টুইটে তিনি তার মন্তব্যকে ব্যাঙ্গাত্মক বলেছেন। আরও বলেছেন তিনি নাকি মৌলবাদের বিরুদ্ধে। তিনি যদি আয়নায় দেখতেন, বুঝতেন কী টুইট করেছেন। সুস্পষ্টভাবে এটা ইসলামবিদ্বেষী। যার আত্মসম্মান নেই এবং অন্যের প্রতি সম্মানবোধ নেই, সেই কেবল এত নিচু স্তরে নামতে পারে।’

তসলিমার মন্তব্যে যে কতটা ক্ষেপেছেন মঈনের বাবা, তাও স্পষ্ট করলেন তিনি, ‘সত্যি বলতে আমি খুবই রাগ করেছি। কিন্তু আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমাকেও তার মতো লোকজনের কাছে সমালোচিত হতে হবে। যদি কোনোদিন তার সঙ্গে আমার দেখা হয়, সেদিন আমি বলবো তাকে ও তার চেহারা সম্পর্কে আমি কী ভাবি। তবে এখন বলবো তাকে অভিধান নিয়ে ব্যাঙ্গাত্মকের অর্থ খুঁজে দেখতে।’

মুনির আরও লিখেছেন, ‘তিনি যা ভাবেন তা একদমই নয়। যার সম্পর্কে জানা নেই তাকে নিয়ে এমন জঘন্য মন্তব্য কীভাবে করা যায়! এত লোক থাকতে তিনি কেন আমার ছেলেকে বেছে নিলেন আমি তা বিশ্বাস করতে পারছি না। ক্রিকেট বিশ্বের প্রত্যেকে জানে আমার ছেলে কেমন।’

আরও খবর...

* মঈনকে ‘ব্যঙ্গ’ করে তসলিমার টুইটে বিতর্কের ঝড়

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়