ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা পজিটিভ বিসিবির প্রধান পিচ কিউরেটর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:০১, ৮ এপ্রিল ২০২১
করোনা পজিটিভ বিসিবির প্রধান পিচ কিউরেটর

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। বিসিবির প্রধান চিকিৎসক এই তথ্য নিশ্চিত করেছেন।

ছুটিতে দেশে যাওয়ার কথা ছিল লঙ্কান এই পিচ কিউরেটরের। এজন্য করোনা টেস্ট করান গামিনি। কিন্তু প্রাণঘাতী ভাইরাস তার শরীরে শনাক্ত হয়েছে। তাই যাওয়া হলো না দেশে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী রাইজিংবিডিকে বলেছেন, ‘ছুটিতে দেশে যাওয়ার জন্য গামিনি করোনা টেস্ট করান। কিন্তু পজিটিভ আসায় তিনি আর যেতে পারছেন না। এখন তিনি বাসাতেই আইসোলেশনে আছেন, ওখানেই তার চিকিৎসা চলবে।'

শুক্রবার (৯ এপ্রিল) তার শ্রীলঙ্কার বিমান ধরার কথা। কিন্তু এখন থাকতে হচ্ছে ঘরের মধ্যে।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়