Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৭ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪২৮ ||  ০৪ শাওয়াল ১৪৪২

পিছিয়ে পড়েও জিতলো ম্যানইউ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৭, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৫৫, ১২ এপ্রিল ২০২১
পিছিয়ে পড়েও জিতলো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম লেগে বড় ব্যবধানে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ফিরতি লেগে প্রতিশোধ নিয়েছে রেড ডেভিলসরা। পিছিয়ে পড়েও ৩-১ গোলে হারিয়েছে স্পার্সদের।

এই হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে যাওয়া যে স্বপ্ন দেখছিল টটেনহ্যাম, সেটা মিইয়ে গেল। মিইয়ে গেল চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নও। এই জয়ে ৩১ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানইউ। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৪৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে হোসে মরিনহোর শিষ্যরা।

ঘরের মাঠে ৪০ মিনিটের মাথায় সন হিউং-মিনের গোলে এগিয়ে যায় হটস্পাররা। অবশ্য তার আগে এডিনসন কাভানি গোল করেছিলেন। কিন্তু সেটা ‘ভিএআর’ এ বাতিল হয়।

বিরতির পর ৫৭ মিনিটে ফ্রেড গোল করে সমতা ফেরান ম্যাচে। ৭৯ মিনিটে কাভানি হেডে দারুণ এক গোল করে এগিয়ে নেন দলকে। আর ৯০+৬ মিনিটে গ্রিনউডের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় ওলে গুনার সুলশারের দলের।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়