ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবারও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট স্কেরিট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১২ এপ্রিল ২০২১  
আবারও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট স্কেরিট

রিকি স্কেরিট

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন রিকি স্কেরিট। রোববার (১১ এপ্রিল) ভার্চুয়ালি অনুষ্ঠিত বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ও তার ডেপুটি কিশোরে শ্যালো নির্বাচিত হন। দুই বছরের মেয়াদে ২০২৩ সালের মার্চ পর্যন্ত তারা এই দায়িত্বে থাকবেন।

স্কেরিটের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি ছিল সময়সাপেক্ষ। তার প্রতিদ্বন্দ্বী আনন্দ সানাসিয়ে ও রানিং মেট ক্যালভিন হোপ গত ১ এপ্রিল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে স্কেরিট বলেছেন, ‘আমাদের অনেক অসমাপ্ত কাজ করার আছে এবং টেকসই উন্নয়ন অর্জনে আমরা নতুন করে কাজ শুরু করবো, মাঠে ও মাঠের বাইরে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য।’

আইসিসির বোর্ডেরও একজন সদস্য স্কেরিট। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে মাত্র এক ভোটের জন্য হেরে যান তিনি। ছয় বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ডেভ ক্যামেরনকে নির্বাচনে হারিয়ে ২০১৯ সালে তার উত্তরসূরি হন স্কেরিট। প্রথম মেয়াদে তার ১০ পয়েন্ট এজেন্ডার প্রায় সবগুলো পূরণ করায় জায়গাটি ধরে রাখলেন সাবেক উইন্ডিজ ম্যানেজার।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়