ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফের রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৪০, ১৩ এপ্রিল ২০২১
ফের রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

দলবদলের বাজারে গ্যালাকটিকোস নীতির অগ্রপথিক ফ্লোরেন্তিনো পেরেজ ফের রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। আরও চার বছর ক্লাব প্রধানের দায়িত্বে থাকবেন তিনি।

৭৪ বছর বয়সী পেরেজ লা লিগা জায়ান্টদের সঙ্গে দুই মেয়াদে মোট ১৮ বছর ধরে স্পেনের সবচেয়ে চাহিদাসম্পন্ন ও বিখ্যাত ক্রীড়া সাংগঠনিকের ভূমিকায় আছেন।

প্রথম মেয়াদে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন পেরেজ। পরে ২০০৯ সাল থেকে এই দায়িত্বে বহাল ছিলেন তিনি। সবশেষ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন।

রিয়াল তাদের ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই খবর নিশ্চিত করেছে।

বার্নাব্যুর প্রেসিডেন্সিয়াল পদটি পূরণ করতে যে কোনও প্রার্থীকে অন্তত ২০ বছর ধরে ক্লাবের সদস্য থাকতে হবে এবং ক্লাবের বাজেটের ১৫ শতাংশ ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করতে হবে। সবগুলো শর্ত পূরণ করে আরও একবার নির্বাচিত হলেন পেরেজ।

প্রার্থিতার আহ্বান জানিয়ে ১২ এপ্রিল পর্যন্ত নির্বাচন পিছিয়ে দিয়েছিলেন পেরেজ। কিন্তু তাকে প্রতিদ্বন্দ্বিতা জানিয়ে কেউ সামনে দাঁড়ায়নি। তাতে করে তৃতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়