ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোহলিকে সরিয়ে শীর্ষে বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৩৬, ১৪ এপ্রিল ২০২১
কোহলিকে সরিয়ে শীর্ষে বাবর

ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১২৫৮ দিন শীর্ষে ছিলেন কোহলি।

পাকিস্তান ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন বাবর।

বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদ করা র‍্যাংকিংয়ে বাবরের কাছে জায়গা হারান কোহলি। শীর্ষে ওঠা বাবরের রেটিং পয়েন্ট ৮৬৫। তার অবস্থান করা কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭। আর তৃতীয় স্থান ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মার পয়েন্ট ৮২৫।

পাকিস্তান ক্রিকেট ইতিহাসে ১৯৮৩-৮৪ সালে জহির আব্বাস, ১৯৮৮-৮৯ সালে জাভেদ মিয়াঁদাদ ও ২০০৩ সালে মোহাম্মদ ইউসুফ আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলেন।

 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়