ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ২২:৪৬, ১৬ এপ্রিল ২০২১
টি-টোয়েন্টি সিরিজও পাকিস্তানের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ৪ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৩ উইকেটে হারিয়ে সফরকারীরা ৩-১ ব্যবধানে সিরিজে জেতে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যধানে জেতে বাবর আজমের দল।

শুক্রবার সেঞ্চুরিয়নে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১৪৪ রান করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৩৬ বলে ৫২ রান করেন ভ্যান ডার ডুসেন। এ ছাড়া ২৮ বলে ৩৩ রান করেন জান্নেমান মালান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন হাসান আলী ও ফাহিম আশরাফ।

টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। এরপর ফখর জামানকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন বাবর আজম। ২৩ বলে ২৪ করে বাবর ফিরলেও ফখর সাজঘরে ফেরেন জয়ের ভিত গড়েই।

ফখরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৪ বলে ৬০ রান। ৫টি  চার ৪টি ছয়ে তার ইনিংসটি সাজান ফখর। তিনি আউট হলে পাকিস্তান পরপর মোহাম্মদ হাফিজ , হায়দার আলী ও আসিফ আলির উইকেট হারিয়ে বিপদে পড়ে।

মোহাম্মদ নাওয়াজের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে ইনিংসের এ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল। নাওয়াজ ২১ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন লিজাড উলিয়ামস ও সিসান্দা মাগালা। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়