ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিরোপা জেতার দিনে রেকর্ড মেসির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৮ এপ্রিল ২০২১  
শিরোপা জেতার দিনে রেকর্ড মেসির

অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৪-০ গোলে শনিবার (১৭ এপ্রিল) জিততে জোড়া লক্ষ্যভেদে একটি রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তেলমো জারাকে টপকে কোপা দেল রে ফাইনালের সর্বকালের শীর্ষ গোলদাতার আসনে বসেছেন বার্সেলোনা অধিনায়ক।

প্রতিযোগিতার ফাইনালে ১০ গোল করলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। এই শিরোপার স্বাদ পেয়েছেন সাতবার। দুই বছরে প্রথম ট্রফি ঘরে তোলার পর বার্সার চোখ এখন লা লিগায়, যেখানে রিয়াল মাদ্রিদ এক ও আতলেতিকো মাদ্রিদ দুই পয়েন্টে এগিয়ে থেকে তাদের উপরে।

অধিনায়ক হিসেবে প্রথম ট্রফি জয়ের পর মেসি বলেছেন, ‘আজ খুব খুশির দিন। এই দলের অধিনায়ক হওয়া বিশেষ কিছু যেখানে আমি জীবনভর খেলছি। এই কাপটা খুবই বিশেষ, কারণ এই বছর আলাদা। অনেক তরুণ খেলোয়াড় নিয়ে একটা ক্রান্তিকাল যাচ্ছে। এই দল উন্নতি করছে এবং আমরা লা লিগার জন্যও লড়াই করছি।’

কোপা দেল রে ফাইনালে রেকর্ড গড়ার সঙ্গে মেসি এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোলের মাইলফলকে, যা তার ক্যারিয়ারে টানা ১৩তম। বদলি নামা সতীর্থ ইলাইস মোরিবার বয়স ছিল চার, যখন মেসি শেষবার এক মৌসুমে অন্তত ৩০ গোল করতে পারেননি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়