ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আইসোলেশনে রিয়াল মিডফিল্ডার ভালভার্দে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৮ এপ্রিল ২০২১  
আইসোলেশনে রিয়াল মিডফিল্ডার ভালভার্দে

একের পর এক চোট আর করোনার ধাক্কা লাগলেও রিয়াল মাদ্রিদ তাদের লক্ষ্যে অবিচল। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপার পথে এগিয়ে চলছে তারা।

এরই মধ্যে রোববার (১৮ এপ্রিল) আরেকটি ধাক্কা খেলো স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এই দিন গেতাফের বিপক্ষে লিগ ম্যাচের আগে সেল্ফ আইসোলেশনে যেতে হলো ফেদে ভালভার্দেকে।

উরুগুয়ান মিডফিল্ডার কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় ঘরবন্দি হতে হলো। অবশ্য তার পরীক্ষার ফল নেগেটিভ হয়েছে। এজন্য গেতাফের বিপক্ষে তাকে দলে পাচ্ছে না রিয়াল।

জিনেদিন জিদানের দলে অনুপস্থিতির তালিকা আরও লম্বা হলো। ইনজুরি ও করোনার কারণে দলে নেই দানি কারভাহাল, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, লুকাস ভাসকেস, ফারলান্দ মেন্দি ও এডেন হ্যাজার্ড। নিষিদ্ধ কাসেমিরো ও নাচো ফার্নান্দেজ।

কলিসিয়াম আলফোন্সো পেরেজ স্টেডিয়ামে মিডফিল্ডে কাসেমিরোর বদলি হিসেবে নামার কথা ছিল ভালভার্দের।

রিয়াল আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় ফেদে ভালভার্দে গতকাল শনিবার থেকে আইসোলেশনে। কোভিড পজিটিভ ব্যক্তির সরাসরি সংস্পর্শে ছিলেন তিনি, যদিও তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’

৩০ ম্যাচ শেষে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রিয়াল (৬৬)। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ (৬৭)।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়