ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাহুল-মায়াঙ্ককে ছাপিয়ে নায়ক ধাওয়ান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৫, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৫৪, ১৯ এপ্রিল ২০২১
রাহুল-মায়াঙ্ককে ছাপিয়ে নায়ক ধাওয়ান

লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে পাঞ্জাব কিংস ১৯৫ রানের বড় সংগ্রহ করেছিল। এই দুই ওপেনারকে একাই জবাব দেন শিখর ধাওয়ান। তার ঝড়ো নব্বইয়ে দাপুটে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ধাওয়ানের ম্যাচসেরা ইনিংসের ওপর ভিত্তি করে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৯৮ রান করে তারা।

৬ উইকেটে তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে দিল্লি। তাদের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে তিনে মুম্বাই ইন্ডিয়ান্স।

১৯৬ রানের লক্ষ্যে নেমে যেমন শুরুর দরকার, তেমনটাই করেছিল দিল্লি। শুরু থেকে বোলারদের ওপর চড়াও হন ধাওয়ান, সঙ্গে পৃথ্বি শ। অবশ্য পাওয়ার প্লে শেষ করতে পারেনি ৫৯ রানের এই জুটি। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পৃথ্বি আউট হন ১৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৩২ রান করে।

স্টিভ স্মিথ দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়লেও অবদান রাখেন মাত্র ৯ রান করে। আর একপ্রান্ত থেকে ঝড় তোলেন ধাওয়ান। ৩১ বলে ৮ চারে হাফ সেঞ্চুরি করেন তিনি। অধিনায়ক ঋষভ পান্তকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে আর ৪২ রান যোগ করে বিদায় নেন ধাওয়ান। অল্পের জন্য সেঞ্চুরি উদযাপন করতে পারেননি। ৪৯ বলে ১৩ চার ও ২ ছয়ে ৯২ রান করে ঝাই রিচার্ডসনের বলে বোল্ড হন দিল্লি ওপেনার।

১৫তম ওভারের শেষ বলের আগে দলকে ১৫৪ রানে রেখে মাঠ ছাড়েন ধাওয়ান। পান্ত কার্যকরী ছিলেন না ক্রিজে, ১৬ বলে ১৫ রান করে রিচার্ডসনের পরের ওভারে উইকেট হারান। তখন দল জয় থেকে ১৬ রান দূরে। মার্কাস স্টয়নিস ও ললিত যাদব ১৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে স্টয়নিস জয়ের বন্দরে নেন দিল্লিকে। ১৩ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। আর ললিত হার না মানা ১২ রান করেন।

পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন রিচার্ডসন।

এর আগে দিল্লি টস হেরে ফিল্ডিং নিয়ে পাঞ্জাবের দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ের মুখোমুখি হয়। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান করেন রাহুল ও মায়াঙ্ক। ১১তম ওভারের প্রথম বলে দলীয় স্কোর একশ হয়। তার আগে ২৫ বলে ৭ চার ও ২ ছয়ে ঝড়ো ফিফটি হাঁকান মায়াঙ্ক।

১৩তম ওভারে লুকম্যান মেরিওয়ালার বলে ধাওয়ানের ক্যাচ হন মায়াঙ্ক। ১২২ রানের শক্ত জুটি ভাঙে। পাঞ্জাব ওপেনার ৩৬ বলে ৭ চার ও ৪ ছয়ে ৬৯ রান করেন। ৪৫ বলে ফিফটি করা রাহুল আর ছয় বল খেলে থামেন। ৫১ বলে ৭ চার ও ২ ছয়ে ৬১ রানে তাকে স্টয়নিসের ক্যাচ বানান কাগিসো রাবাদা।

ক্রিস গেইল ১১ রান করে ফিরে গেলে দীপক হুদা ও শাহরুখ খানের ছোট ঝড় পাঞ্জাবকে দুইশর কাছাকাছি নিয়ে যায়। দীপক ১৩ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। শেষ ওভারে দুই চার ও এক ছক্কা মেরে ৫ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন শাহরুখ।

রাবাদা ও মেরিওয়ালার সমান একটি করে উইকেট নেন দিল্লির বোলার আবেশ খান ও ক্রিস ওকস।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়