ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুপার লিগ নিয়ে ফিফা প্রেসিডেন্টের হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২০ এপ্রিল ২০২১  
সুপার লিগ নিয়ে ফিফা প্রেসিডেন্টের হুঁশিয়ারি

জিয়ান্নি ইনফান্তিনো

বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগের বিরুদ্ধে সবসময় সোচ্চার আওয়াজ তুলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এবার যখন ইউরোপের বড় বড় ১২টি ক্লাবের অংশ নেওয়ার কথা শোনা গেলো, তখনও নিজের কঠোর অবস্থান জানালেন তিনি।

সুপার লিগে অংশ নিলে ক্লাব ও খেলোয়াড়দের পরিণতি নিয়ে সতর্ক করলেন ইনফান্তিনো। ইউরোপের অভিজাত ক্লাবগুলোর উদ্দেশ্যে ফিফা প্রধান বললেন, তারা ‘অর্ধেক ভেতরে থাকবেন আর অর্ধেক বাইরে থাকবেন তা হতে পারে না।’

উয়েফা কংগ্রেসে ইনফান্তিনো সুপার লিগ প্রকল্প নিয়ে বলেছেন, ‘ফিফায় আমরা কেবল এই সুপার লিগ তৈরির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারি, এটা একটা বন্ধ দোকান। বর্তমান পরিস্থিতি, বিভিন্ন লিগ, অ্যাসোসিয়েশন, উয়েফা ও ফিফার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা।’

‘বিদ্রোহী লিগে’ যোগ দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি কণ্ঠ শোনা গেলো ইনফান্তিনোর, ‘হয়তো কিছু সময়ের জন্য একটি গোষ্ঠী আর্থিক লাভবান হতে পারে। এজন্য সবাইকে খুবই সতর্কতার সঙ্গে ভাবতে হবে। তাদের নিজেদের দিকে তাকাতে এবং দায়িত্ব নিতে হবে। যদি কেউ তার নিজস্ব পথে চলে, তাহলে তাদের সিদ্ধান্তের পরিণতি নিয়েই বেঁচে থাকতে হবে। তাদের পরিণতির জন্য তারা দায়ী থাকবে। সাফ করে বলে দিচ্ছি, এর মানে হলো হয় থাকবে নয়তো একবারে বের হয়ে যাবে। অর্ধেক ভেতরে থাকবেন আর অর্ধেক বাইরে থাকবেন তা হবে না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়