ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দাপুটে বাংলাদেশ শান্ত’র সেঞ্চুরির অপেক্ষায়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২১ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:২৩, ২১ এপ্রিল ২০২১
দাপুটে বাংলাদেশ শান্ত’র সেঞ্চুরির অপেক্ষায়

ক্যান্ডি টেস্টে টস জয়। সকালের সেশন। দুপুরের সেশন- সবকিছু জুড়েই বাংলাদেশের স্বস্তির হাসি। চা বিরতিতে গেল বেশ আয়েশের স্কোর নিয়েই। ২ উইকেট হারিয়ে ২০০ রান। নাজমুল হোসেন শান্ত খেলছিলেন ৭৮ রানের হাফসেঞ্চুরি নিয়ে। অধিনায়ক মমিনুল হকও ভাল ফর্ম দেখাচ্ছেন। ২১ রান নিয়ে চা বিরতিতে যান মমিনুল হক। 

পাল্লেকেলে টেস্টের প্রথম সেশনের পর দিনের দ্বিতীয় সেশনেও বাংলাদেশ বেশ চড়াও হয়েই খেলছে। প্রথম সেশনে বাংলাদেশ মাত্র ১ উইকেট হারিয়ে তুলেছিল ১০৬ রান। দিনের এই দুই সেশনে দুঃখ একটাই প্রায় নিশ্চিত সেঞ্চুরিটা মিস করলেন ওপেনার তামিম ইকবাল। ৯০ রানে আউট হন তামিম। 

 শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে তে সেঞ্চুরি থাকলেও টেস্টে এই দ্বীপ দেশের বিরুদ্ধে তামিমের কোন সেঞ্চুরি নেই। সেই অভাব পুরো করার ইচ্ছে নিয়েই ক্যান্ডিতে খেলতে নামেন তামিম। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে মাত্র ৫২ রানে হাফসেঞ্চুরি তুলেন। যেভাবে খেলছিলেন তাতে নিশ্চিত সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। কিন্তু নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে ফিরলেন দ্বিতীয় সেশনে। 

তামিমের ফিরে আসার পর দলের রানের চাকাকে সামনে বাড়ান নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মমিনুল হক। এই দুজনের জুটিতে এখন পর্যন্ত বাংলাদেশ তুলেছে অপরাজিত ৪৮ রান। 

 পাল্লেকেলের উইকেট দারুন ব্যাটিং বান্ধব। দুদলেই একাদশের তিনজন পেসার নিয়ে খেলছে। তবে প্রথম দিনের প্রথম দু’সেশনে উইকেট থেকে পেসার বা স্পিনার কেউ তেমন বাড়তি সুবিধা পাননি। পুরোদুস্তর ব্যাটসম্যানদের হয়েই কথা বলছে এই উইকেট। 

দিনের শেষ সেশনে প্রথম দুই সেশনের মতো ব্যাটিং দাপট দেখাতে পারলে বাংলাদেশ প্রথম দিন শেষে স্কোরবোর্ডে৩১৫ রানের মতো রান জমা করার স্বপ্ন দেখতেই পারে। 

তামিম সেঞ্চুরি মিস করেছেন, আর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ডাকছে নাজমুল হোসেন শান্তকে। 

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়