ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিয়ালের অ্যাপ বাংলায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৪৫, ২২ এপ্রিল ২০২১
রিয়ালের অ্যাপ বাংলায়

বিশ্বনন্দিত তিন তারকা ফুটবলারকে নিয়ে বাংলা ভাষায় অ্যাপ নির্মাণ করেছিলেন জহিরুল হক। এবার বাংলা ভাষায় ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ নিয়ে তৈরি করলেন ‘রিয়াল মাদ্রিদ- লাইভ, ওয়ালপেপার, হিস্ট্রি’ অ্যাপ। এটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

রিয়ালের সাফল্য, ব্র্যান্ড ভ্যালু ফুটবল বিশ্বের ভক্ত হৃদয়ের মাঝে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। অনেক ক্রীড়ামোদী মানুষ প্রিয় ক্লাব সম্পর্কে জানতে চান। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই প্রয়াস বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

রিয়াল মাদ্রিদ- লাইভ, ওয়ালপেপার, হিস্ট্রি অ্যাপটি কয়েকটি ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে। যেমন,

১. প্রাথমিক পরিচিতি

২. বর্তমান দল

৩. অধিনায়কের তালিকা

৪. সেরা ১০ খেলোয়াড়

৫. অর্জন

৬. জার্সির স্পন্সর

৭. সর্বোচ্চ ট্রফি জয়ী ৫ কোচ

৮. প্রেসিডেন্টের তালিকা

৯. Live Stream

১০. Wallpaper (ওয়ালপেপার)

জহিরুল হক বলেন, ‘প্রিয় ক্লাব সম্পর্কে সবকিছু বাংলা ভাষায় পাওয়া যাবে। এছাড়া অ্যাপটির অন্যতম আকর্ষণ হচ্ছে, রিয়াল মাদ্রিদের লা-লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগের খেলাগুলো Live দেখা যাবে এবং আকর্ষণীয় Ultra HD 4K ওয়ালপেপার দেয়া আছে।’

এর আগে জহিরুল বিশ্বনন্দিত তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারকে নিয়ে বাংলা ভাষায় অ্যাপ নির্মাণ করেন। বাংলাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্যই খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করি জহির নিরলস পরিশ্রম করে চলছেন।

‘রিয়াল মাদ্রিদ- লাইভ, ওয়ালপেপার, হিস্ট্রি’ অ্যাপটি ইন্সটল করার জন্য নিচের লিংকে ক্লিক করুন:

https://play.google.com/store/apps/details?id=banglastore.com.realmadridwallpaper4k

ঢাকা/হাসান/ফাহিম

ঢাকা/হাসান/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়