ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

তৃতীয় দিনের খেলা শুরু ১৫ মিনিট আগে

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ২২ এপ্রিল ২০২১  
তৃতীয় দিনের খেলা শুরু ১৫ মিনিট আগে

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টের তৃতীয় দিনের খেলা শুক্রবার বাংলাদেশ সময় ১০টা ১৫ মিনিটে শুরু হবে।

বৃষ্টি ও আলোক স্বল্পতায় পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের ২৫ ওভার খেলা হয়নি। প্রায় ঘণ্টাখানেক আগে দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। খেলা কিছুটা পুষিয়ে নিতে শুক্রবার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরু হবে।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের পুঁজি ৪৭৪ রান। প্রথম দিনের মতো এদিনও বাংলাদেশ দাপটের সঙ্গে ব্যাটিং করেছে। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত আজ থেমেছেন ১৬৩ রানে। ১৭ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি।

মুমিনুল হক বিদেশের মাটিতে পেয়েছেন প্রথম সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ১২৭ রান। ৩০৪ বলে ১১ বাউন্ডারিতে সাজান ইনিংসটি। তৃতীয় উইকেটে তাদের করা ২৪২ রানের জুটি দেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান।

থিতু হওয়া দুই ব্যাটসম্যানকে হারানোর পর দলের হাল ধরেন মুশফিক ও লিটন। ৯১ বলে ৫০ রানের জুটি গড়েছেন তারা। মুশফিক ৪৩ ও লিটন ২৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

শুক্রবার তৃতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংস কোথায় গিয়ে থামে সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়