ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দলের বাইরের ক্রিকেটারদের অনুশীলনের সুযোগের নিশ্চয়তা চান ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২২ এপ্রিল ২০২১  
দলের বাইরের ক্রিকেটারদের অনুশীলনের সুযোগের নিশ্চয়তা চান ডমিঙ্গো

মাহমুদউল্লাহ রিয়াদ দলের বাইরে। শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে ফেরার জন্য বিবেচনায় ছিলেন। কিন্তু শতভাগ ফিটনেস না থাকায় দ্বীপরাষ্ট্রে উড়াল দেওয়া হয়নি তার। সৌম্য সরকার বাদ পড়েছেন টেস্ট দল থেকে। সীমিত পরিসরের দলে এ দুই ক্রিকেটার নিয়মিত। কিন্তু বড় দৈর্ঘর ক্রিকেটে জায়গা থিতু নয়।

এ রকম আরও রয়েছেন সাইফ উদ্দিন, মাহেদী হাসান, রুবেল হোসেন। দল যখন সফরে কিংবা সিরিজে থাকে তাদের অনুশীলনের সুযোগ হয় না। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চিন্তা তাদের নিয়েও। বসে থাকলে কিংবা অলস সময় কাটালে হুট করে করে আন্তর্জাতিক ক্রিকেটে এসে পারফর্ম করা যায় না। এজন্য দলের বাইরের ক্রিকেটারদের অনুশীলন সুযোগের নিশ্চয়তা চান ডমিঙ্গো।

বৃহস্পতিবার তিনি সংবাদ সম্মেলনে বলেন,‘দলের বাইরে যারা আছে তারা কি করছে সেটার খোঁজ রাখা কঠিন। এটা এমন একটি কাজ যেটা নিয়ে আমি দীর্ঘদিন চাচার (খালেদ মাহমুদ সুজন) সঙ্গে কথা বলে আসছি। দলে যারা নেই কিংবা এক ফরম্যাটে যারা নিয়মিত তারা জাতীয় দলে না থাকলে কী করবে। আপনি এ মুহূর্তে মাহমুদউল্লাহ বা সৌম্যর কথা চিন্তা করুন। তাদেরকে কে দেখাশুনা করছে? তারা এখন কী করছে? তারা কী কী সুবিধা পাচ্ছে? তাদের জন্যও কাজটা কঠিন। এজন্য এ দিকটায় নজর দিতে হবে। যারা তিন ফরম্যাটে খেলছে না তাদেরকে প্রস্তুত থাকার মঞ্চ দিতে হবে। তাদেরকে হুট করে নিয়ে এসে তৈরি করার চ্যালেঞ্জটাও আমাদের নিতে হয়। আশা করছি ভবিষ্যতে আমরা এর সমাধান পাবো।’

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাদের ব্যাটিংয়ের প্রশংসা করে ডমিঙ্গো বলেন, ‘শান্ত অসাধারণ ইনিংস খেলেছে। আমার তার ব্যাটিংয়ে পুরোপুরি সন্তুষ্ট। ইনিংসটি তৈরি করতে যথেষ্ট পরিশ্রম করেছে। মুমিনুল নিজের খেলাটা খুব ভালো বোঝে। খুব ঠান্ডা মাথার সে। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখে না। নিজের শক্তি এবং দূর্বল জায়গাটা জানে। অসাধারণ একজন ব্যাটসম্যান। তার সেঞ্চুরিও উপভোগ্য ছিল। তার ১১টি সেঞ্চুরি হলো। এটা নিশ্চিত তাকে গর্বিত করছে।’

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়