ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোনালদোর কীর্তিতে ভাগ বসালেন মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ০৩:৩৭, ২৪ এপ্রিল ২০২১
রোনালদোর কীর্তিতে ভাগ বসালেন মেসি

ফুটবলের একটি রেকর্ডে আবারও পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। গেতাফের বিপক্ষে বার্সেলোনার ৫-২ গোলের জয়ে লা লিগার এক মৌসুমে ২৫টি গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এতেই রোনালদোর একটি কীর্তিতে ভাগ বসালেন মেসি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বার্সেলোনার অধিনায়ক জোড়া গোল করেছেন। তাতে এই শতাব্দীতে রোনালদোর পর শীর্ষ পাঁচটি ইউরোপিয়ান লিগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১২টি ভিন্ন মৌসুমে অন্তত ২৫ গোলের কীর্তি গড়লেন মেসি।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথমার্ধেই দুটি গোল করেন, মাঝে গেতাফে একটি আত্মঘাতী গোল উপহার দেয়। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী পরে রোনাল্ড আরাউজোকে দিয়ে গোল করান। শেষ দিকে পেনাল্টি থেকে বার্সার গোল করেন আতোঁয়া গ্রিয়েজমান।

২০০৯-১০ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেক মৌসুমে অন্তত ২৫টি লিগ গোল করেছেন মেসি। আর রোনালদো এই এই কীর্তি গড়েছেন ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে এই মৌসুমে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়