ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রিয়ালকে জিততে দেয়নি বেটিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৪৫, ২৫ এপ্রিল ২০২১
রিয়ালকে জিততে দেয়নি বেটিস

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ঘরের মাঠে রিয়াল বেটিসের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের ঘরের মাঠে তাদের জিততে দেয়নি বেটিস। রুখে দিয়েছে গোলশূন্য ড্রয়ে।

এই ড্রয়ে শিরোপা জয়ের দৌড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়লো লস ব্লাঙ্কোসরা। ৩২ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো অবস্থান করছে শীর্ষে। আর ৩৩ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ৩১ ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তৃতীয় স্থানে।

চোট জর্জরিত রিয়াল শনিবার ঘরের মাঠেও তাদের সেরা ফর্মে ছিল না। প্রথমার্ধে খুব বেশি সুযোগও তৈরি করতে পারেনি তারা।

তবে দুর্ভাগ্য রিয়ালের। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর নেওয়া ক্রস বারে লেগে ফিরে আসে। এরপর লুকা মদ্রিচের দূরপাল্লার দারুণ একটি শট ধরে ফেলেন বেটিসের গোলরক্ষক।

ভিনিসিউস জুনিয়রও একটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি ডানদিকে করিম বেনজেমাকে বাড়িয়ে না দিয়ে নিজে দুর্বল শট নেন। সেটি ধরে ফেলে বেটিসের গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। তাতে গোলশূন্য ড্র ভিন্ন অন্য কোনো ফল হয়নি ম্যাচের।

এটা গেল তিন ম্যাচে রিয়ালের দ্বিতীয় ড্র।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়