ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুমিনুলের সব যন্ত্রণা দূর করেছে এই ড্র

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ২২:৫৮, ২৫ এপ্রিল ২০২১

টেস্টে অধিনায়কত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না মুমিনল হক। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় তার কাঁধে আচমকা চলে আসে দায়িত্ব। ‘না’ বলার মতো পরিস্থিতিও ছিল না। চ্যালেঞ্জ নিলেন। কিন্তু বারবার খেয়েছেন ধাক্কা। ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার। শুধুমাত্র জিতেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। তাতে মন ভরেনি। হারের সেসব যন্ত্রণা পেরিয়ে মুমিনুল হকের দল শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ড্র করলো। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর শ্রীলঙ্কার বিপক্ষে ড্রকে বড় করেই দেখছেন মুমিনুল।

ম্যাচ শেষে তার মনের ভেতরের আনন্দ টের পাওয়া গেলো, ‘আমরা ঘরের মাঠে কিংবা বাইরে ওইরকম ফল করতে পারিনি। দেশের মাঠে সিরিজ হারার পর বিদেশে টেস্ট ড্র করতে পারা আমার কাছে মনে হয় ভালো একটা দিক। দ্বিতীয় টেস্টে (এই ফল) অবশ্যই সবার ভেতরে আত্মবিশ্বাস তৈরি করবে। সবাই দলগতভাবে খেলেছে। বাংলাদেশ যখনই দলগতভাবে খেলতে পারে তখনই ভালো অবস্থায় থাকে।’

পাল্লেকেলের নিষ্প্রাণ উইকেট ছিল ব্যাটসম্যানদের স্বর্গ। দুই দলের চার ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরি। একজন হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি এসেছে আরও ৪টি। সব মিলিয়ে ম্যাচে রান হয়েছে ১২৮৯। এমন উইকেটে ড্র হওয়া স্বাভাবিক। 

মুমিনুল ড্র মেনে নিয়েছেন, ‘ভালো উইকেট ছিল। বোলারদের তেমন কিছু করার ছিল না। আমার মনে হয় এটা (ড্র) মেনে নেওয়াই ভালো। ড্র হওয়াটাই ভালো হয়েছে।’মুমিনুলের চোখে এ ড্র বাংলাদেশের জন্য মানসিক যুদ্ধ জয়ের রঙে রাঙানোও! দ্বিতীয় টেস্টে দলের খেলোয়াড়দের থেকে আরও উন্নতির প্রত্যাশা অধিনায়কের, ‘উন্নতির তো শেষ নেই। আমার কাছে মনে হয় তিনটা বিভাগেই মনে হয় উন্নতির জায়গা আছে। নির্দিষ্ট করে বললে ব্যাটিংয়েও উন্নতি করতে হবে। স্পিনাররাও ভালো করেছে। হয়তো নতুন বলে পেস বোলিং আরও উন্নতি করতে হবে। আমার কাছে মনে হয় ব্যাটিং আমাদের মূল শক্তি। কাজেই সেখানে উন্নতি করতে হবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়