ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফিল্ডিংয়ে কলকাতা, এবারও বাদ সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৪৬, ২৭ এপ্রিল ২০২১
ফিল্ডিংয়ে কলকাতা, এবারও বাদ সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২১ তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। কলকাতার একাদশে এই ম্যাচেও নেই সাকিব আল হাসান। টস জিতে বোলিং নিয়েছেন কলকাতার অধিনায়ক এডউইন মরগ্যান।

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হয়। এই ম্যাচে কলকাতার একাদশে কোনো পরিবর্তন ঘটেনি, অন্যদিকে পাঞ্জাব নেমেছে এক পরিবর্তন নিয়ে।

৫ ম্যাচে কলকাতার মাত্র ১ জয়, ৪টি-ই হার। ২ পয়েন্ট নিয়ে এবারের আইপিএলে সবচেয়ে হতশ্রী দল সাকিবদের দল।  কলকাতা যেখানে ছন্দহীন সেখানে পাঞ্জাব নিজেদের শেষ ম্যাচে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইকে। দারুণ ব্যাটিং, বোলিংয়ে রোহিত শর্মার দকে সহজেই হারায় তারা। ৫ ম্যচে দুই জয়ে পয়েন্ট টেবিলে পাঞ্জাবের অবস্থান ৫ নম্বরে।

কলকাতার হয়ে প্রথম তিন ম্যাচ খেলেছিলেন সাকিব। জিতেছিলেন প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচে হার। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় সাকিব শেষ দুই ম্যাচে একাদশের বাইরে। তিন ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে ৩৮ রান। বল হাতেও ছিলেন নিস্প্রভ। তিন ম্যাচে উইকেট পান দুটি। রান দেন ৮১। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বল করেছেন মাত্র দুই ওভার। এই দুই ওভারে ২৪ রান দেওয়ায় আর বল দিতে সাহস পাননি কলকাতার অধিনায়ক মরগ্যান।

কলকাতা: নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, এউইন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভাম মাবি, সুনীল নারিন, বরুণ চক্রবর্ত্তী, প্রসিদ্ধ কৃষ্ণা।

পাঞ্জাব: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, দীপক হুদা, নিকোলাস পুরাণ, মোয়জেস হ্যানরিকস, শাহরুখ খান, ক্রিস জর্দান, মোহাম্মদ শামি, রবি বিষ্ণুই, আরশদীপ সিং।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়