ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনামুক্ত সেন্ট কিটসে হবে সিপিএল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৭ এপ্রিল ২০২১  
করোনামুক্ত সেন্ট কিটসে হবে সিপিএল

এই বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হবে ২৮ আগস্ট থেকে। গোটা টুর্নামেন্ট হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে গত সিপিএল আয়োজন করা হয়।

সিপিএলের প্রধান পরিচালন কর্মকর্তা পিট রাসেল বলেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আমরা সিপিএল আয়োজন করতে যাচ্ছি।’

টুর্নামেন্ট কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সেন্ট কিটস অ্যান্ড নেভিসে করোনাভাইরাসের কোনও সংক্রমণ নেই।

রাজ্যের শিক্ষা, যুব, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী জোনেল পাওয়েল বলেছেন, করোনার সংক্রমণ না থাকলেও স্বাস্থ্যসুরক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না। ক্রিকেট ফেরায় ছোট ও মাঝারি মানের ব্যবসা চালু হলে অর্থনৈতিক সংকটও তারা কাটিয়ে উঠবেন বলে বিশ্বাস তার।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়