ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পেসারদের নিয়ে ডমিঙ্গোকে ভাবাচ্ছে তীব্র গরম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৮ এপ্রিল ২০২১  
পেসারদের নিয়ে ডমিঙ্গোকে ভাবাচ্ছে তীব্র গরম

শ্রীলঙ্কার তপ্ত গরমে হাঁসফাঁস করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানকার তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে ওঠানামা করছে। আর্দ্রতা ৮৩ শতাংশ। এমন প্রতিকূল পরিবেশে ব্যাটসম্যানদের কাজটা যতটা না কঠিন, বোলারদের চ্যালেঞ্জ তার থেকেও বেশি। এই কন্ডিশনে পাঁচদিন লড়াই করতে পারবে এমন পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ।

পাল্লেকেলেতে প্রথম টেস্টে বাংলাদেশ ১৭৯ ওভার ফিল্ডিং করেছে। তিন পেসার তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন করেছেন ৭০ ওভার। ত্রয়ী পেস আক্রমণে রাসেল ডমিঙ্গো বেশ খুশি। তবে মাত্র চার দিনের ব্যবধানে দল আরেকটি টেস্ট খেলার জন্য পুরোপুরি তৈরি কি না তা নিয়ে বেশ দ্বিধায় তিনি, ‘আমি চাই তিনজনকেই এই টেস্টে খেলাতে। কিন্তু আগে দেখতে চাই ওরা এই গরমে টানা বোলিংয়ের চাপটা কতটা নিতে পারছে। গত টেস্টে যেমন তাসকিন ৩০ ওভার করেছে, ইবাদত ২১ এর মতো, রাহীও ১৯ ওভারের মতো বল করেছে। আমাকে দেখতে হবে সামনের টেস্টে তারা শতভাগ দিতে পারবে কি না। আমরা এখনও শেষ সিদ্ধান্তটা নেইনি, তবে চেষ্টা করবো ওরা তিনজনই যেন খেলতে পারে। আমরা চাচ্ছি ওদের দলে রাখার ব্যাপারে, সুযোগ দেওয়ার ব্যাপারে ধারাবাহিক হতে। কারণ ওদের তিনজনেরই আরও টেস্ট খেলার অভিজ্ঞতা দরকার।’

দীর্ঘ মেয়াদে সাফল্যর জন্য পাঁচ থেকে ছয়জনের পেস গ্রুপ তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও জানালেন ডমিঙ্গো। পাল্লেকেলের টেস্ট স্কোয়াডে তিন পেসার বাদেও রয়েছেন খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। স্কোয়াডে বাইরে আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহীদুল ইসলাম। প্রত্যেককে নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করার ইচ্ছে বাংলাদেশের কোচের, ‘অবশ্যই, আমি এটাই চাচ্ছি। দলে ৫-৬ জন পেসার থাকবে যারা যে কোনও সময় মাঠে নামার জন্য প্রস্তত থাকবে। আমি আগেও এই লক্ষ্যের কথা বলেছি। আমরা সেই পথেই আছি। সেরা তিনজন ছাড়া আমাদের অভিজ্ঞ মোস্তাফিজুর আছে, শরিফুল আছে, খালেদ আছে। তো সব মিলিয়ে আমাদের এখন পেস বোলিংয়ে বেশ গভীরতা আছে যা খুবই গুরুত্বপূর্ণ।’

শেষ ম্যাচে রাহীর পারফরম্যান্স গড়পড়তা ছিল। উইকেট থেকে সাহায্য না পাওয়ায় অনেকটাই নিষ্প্রভ ছিলেন দুই দিক থেকে সুইং করাতে পারা এই পেসার। ডমিঙ্গোর বিশ্বাস, দ্বিতীয় ম্যাচে রাহী ফিরবেন স্বরূপে, ‘আসলে রাহী উইন্ডিজের বিপক্ষে সিরিজের পর অনেকটা সময় টেস্টের বাইরে। সে কোয়ালিটি বোলার, হয়তো প্রথম টেস্টের উইকেটে মানিয়ে নিতে পারেনি। এমনিতে সে কিন্তু আমাদের সবচেয়ে ধারাবাহিক বোলার। টেস্টে আমাদের নিয়ন্ত্রণ এনে দিতে পারে। তো আমার আশা থাকবে সামনের ম্যাচে সে অবশ্যই ভালো করবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়