ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দ্বিতীয় টেস্টের পিচ সম্পর্কে ধারণা দিলেন লঙ্কান অধিনায়ক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২৮ এপ্রিল ২০২১  
দ্বিতীয় টেস্টের পিচ সম্পর্কে ধারণা দিলেন লঙ্কান অধিনায়ক

ক্যান্ডিতেই হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট, যেখানে প্রথম ম্যাচে শুধুই রানবন্যা দেখা গেছে। ১৫ সেশনে পড়েছে কেবল ১৭ উইকেট। নিষ্প্রাণ উইকেটে পাঁচ দিনের লড়াই শেষে ম্যাচটি হয়েছে ড্র। দুই দলই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার মাঠে নামছে। কিন্তু পিচ যদি আগের মতোই থাকে, তাহলে সেই লক্ষ্য পূরণ হওয়া নিয়ে শঙ্কা থাকা স্বাভাবিক। এমন কিছু হবে না বলেই ধারণা দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে।

দ্বিতীয় টেস্টে স্পিনারদের দাপট দেখা যেতে পারে বলে আশা করছেন প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ২৪৪ রান করা করুণারত্নে। ব্যাটসম্যান-বোলারদের ভারসাম্য থাকবে মনে করছেন তিনি, ‘প্রথম ম্যাচে আমরা সবাই জানি যে পিচটা ব্যাটসম্যানদের জন্য উপযুক্ত ছিল। কিন্তু আমরা ভিন্ন ধরনের একটা টার্ফ চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত উল্টো কিছু ঘটে গেছে। আশা করি এই ম্যাচে বেশির ভাগ সময় উইকেট হবে ফিফটি-ফিফটি। মানে প্রথম কয়েক দিন ব্যাটসম্যানদের উপযোগী হবে, আর শেষ দিনের বেশির ভাগ সময় স্পিন প্রভাব রাখবে। আমরা এমন কিছু প্রত্যাশা করছি।’

এই ম্যাচে স্পিন দিয়ে রণকৌশল সাজাচ্ছেন করুণারত্নে। দলের লক্ষ্য কী তাও জানালেন স্বাগতিক অধিনায়ক, ‘আমরা সবসময় জেতার জন্য খেলি। তাই এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে সেরাটা দেওয়ার পরিকল্পনা আমাদের। আগের পিচ থেকে প্রত্যাশামতো ফল পাইনি। ২০ উইকেট নিয়ে জেতার মতো সহায়তা পায়নি বোলাররা। আমরা আমাদের স্পিনারদের দিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। আমাদের ব্যাটসম্যানরা দারুণ অবস্থায় আছে কারণ সবাই ভালো স্কোর করেছিল। তাই আমাদের সমর্থন থাকবে স্পিনারদের প্রতি এবং জেতার চেষ্টা করবো ম্যাচটা।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়