ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ক্যাচ মিস খেলার অংশ: তাইজুল

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৩০ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪৫, ৩০ এপ্রিল ২০২১
ক্যাচ মিস খেলার অংশ: তাইজুল

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে আলোচনায় বাংলাদেশ দলের ফিল্ডিং। এক তাসকিন আহমেদের বলেই হাত ফসকেছে তিনবার; এই পেসার যেমন বঞ্চিত হয়েছেন তেমন বাংলাদেশও। দিন শেষে এই মিসটাকে খেলার অংশ হিসেবে আখ্যা দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

'ক্যাচ মিস খেলার একটা অংশ। কিন্তু ওই সময়ে ক্যাচ মিসটা হয়ত আমাদের টিমকে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে, হয়তো ওই ক্যাচটা ধরতে পারলে আরও অনেক ভালো পজিশনে থাকতাম।'

আবু জায়েদ রাহীর বলে পয়েন্টে তাইজুল নিজেও বল মুঠোবন্দি করতে পারেননি। এ ছাড়া তাসকিনের বলে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানের তিনটি ক্যাচ মিস করেছেন সতীর্থরা। স্লিপে দুইটি ছেড়েছেন শান্ত। গালিতে মিরাজ। মিরাজের ক্যাচটা তুলনামূলক কঠিন হলেও আন্তর্জাতিক মঞ্চে হরহামেশা দেখা যায়। দিন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যাচ মিস ছাড়াও নিজের পয়েন্টে ফিল্ডিং নিয়েও ব্যাখাও দেন।

তাইজুল  বলেন, 'সচরাচর টেস্ট ম্যাচে আমি পয়েন্টেই ফিল্ডিং করে থাকি। পয়েন্টে অথবা শর্ট গালি, সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে।'

দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৯। আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিন পুরোটা খেলা হয়নি। ২৯০ রানে দিন শুরু করে শ্রীলঙ্কা আরও যোগ করে ১৭৯ রান। তাসকিন একাই নিয়েছেন ৩টি উইকেট।

তাসকিনের বোলিংয়ের প্রশংসা করে তাইজুল বলেন, 'ওভারল চিন্তা করলে সবাই ভালো বোলিং করছে, রান চেক বোলিং করছে। আর তাসকিন অনেক বেশি ভালো বোলিং করেছে, যেটার জন্য আসলে আমাদের স্পিনারদের রান চেক বোলিং করাটা সহজ হয়েছে।'

টেস্টের দুই দেন শেষ। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ইতিমধ্যে জমা হয়েছে ৫০০ এর কাছাকাছি রান। উইকেটেও কিছুটা টার্ন দেখা যাচ্ছে। যেটা ভাবচ্ছে বাংলাদেশকেও। লিড নেওয়ার জন্য কত রান দরকার এমন প্রশ্নের উত্তরে জানিয়েছে উইকেট ভালো হলে লিড নিতে পারবেন।

'এটা আসলে দুই দিন চলে গেছে। আমরা লিড নিতে গেলে  আমাদের ব্যাটসম্যানদের অনেক ভালো খেলতে হবে, উইকেটটা আসলে কেমন হবে সেটা বোঝাটা কঠিন। উইকেট  ভালো থাকলে আর আমাদের  ব্যাটসম্যানরা ভালো খেললে সহজে লিড নিতে পারব।'

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়