ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১৭২০ ক্রিকেটারের জন্য বিসিবির ২ কোটি টাকা প্রণোদনা

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১ মে ২০২১   আপডেট: ১১:৪৪, ২ মে ২০২১
১৭২০ ক্রিকেটারের জন্য বিসিবির ২ কোটি টাকা প্রণোদনা

করোনাভাইরাসের কারণে ঘরোয়া ক্রিকেটের নানা প্রতিযোগিতা বন্ধ রয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। অনেকের রুটি-রুজি এই ঘরোয়া ক্রিকেট। ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির বাইরে ১৭২০ ক্রিকেটারকে ২ কোটি টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

এই টাকা পুরুষ-নারী উভ ক্রিকেটাররাই পাবেন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।

বিবৃতিতে বিসিবি জানায়, 'বিসিবির চুক্তির বাইরে  ১৭২০ জন নারী ও পুরুষ ক্রিকেটারকে  ২ কোটি আর্থিক প্রণোদনা দেবে বোর্ড। করোনাভাইরাসের মহামারীর কারণে ঘরোয়া ক্রিকেটের অধিকাংশ প্রতিযোগিতা মাঠে গড়ায়নি, তাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪৩২ পুরুষ ও ২৮৮ নারী ক্রিকেটারকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।'

কোন ক্রিকেটাররা পাবেন এই খোলসাও করে দিয়েছে বিসিবি। বিসিবি জানায়, 'বিসিবির অধীনে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরসহ এই টাকা পাবে ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ও থার্ড ভিডিশন, নারী জাতীয় দল, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দল, নারী জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন ও ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের ক্রিকেটাররা।'  
 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়