ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাকিব-মোস্তাফিজকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল, ফিরলেন ইমরুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১ মে ২০২১   আপডেট: ১১:৪২, ২ মে ২০২১
সাকিব-মোস্তাফিজকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল, ফিরলেন ইমরুল

আগেই জানা ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন আইপিএল খেলতে ছুটি পাওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। পূর্বের ঘোষণার কোনো পরিবর্তন আসেনি। চলতি মাসের শেষ দিকে জাতীয় দলের হয়ে লঙ্কানদের আতিথেয়তা দেবেন এ দুজন। 

শনিবার ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । সাকিব ও মোস্তাফিজকে রেখে দল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে। স্কোয়াডে একেবারেই নতুন মুখ পেসার শহিদুল ইসলাম। টেস্টের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার পর ডানহাতি পেসার ওয়ানডেতেও সুযোগ পেলেন।  

আগামী ১৬ মে'র পর শ্রীলঙ্কার ঢাকায় আসার কথা রয়েছে। সাকিব-মোস্তাফিজের আইপিএল ছেড়ে আসা নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান রাইজিংবিডিকে বলেন,  '১৬ তারিখের পর শ্রীলঙ্কার আসার কথা রয়েছে। তাদের (সাকিব-মোস্তাফিজ) ছুটি শুধু টেস্ট সিরিজে ছিল। আমরা আগেই বলেছিলাম তারা ওয়ানডে খেলবে। দুইজনই ওয়ানডে সিরিজের আগে ফিরবেন।  কত তারিখে এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা ওদের সঙ্গে আলাপ করে জানাব। ’ 

জানা গেছে, ঈদের আগে তাদের ঢাকা আসা হচ্ছে না। ঈদের পরপরেই তারা ঢাকা ফিরবেন। প্রাথমিক দলের ক্রিকেটাররা যারা ঢাকায় আছেন তাদের আগামীকাল রোববার থেকে অনুশীলন শুরু হবে। টেস্ট স্কোয়াডের যারা শ্রীলঙ্কায় আছেন তারা যোগ দেবেন ৭ মে থেকে। ঈদের আগে অনুশীলন চলবে ৯ মে পর্যন্ত। ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত থাকবে ঈদের ছুটি। ঢাকায় এসে তিনদিন কোয়ারেন্টাইন করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 

এরপর অনুশীলনে নামবেন তারা। আগামী ২৩,২৫ ও ২৭ মে তিনটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ।তিনটি ম্যাচে বরাদ্দ ৩০ পয়েন্ট। 

প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ঢাকা/রিয়াদ/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়