Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৪ মে ২০২১ ||  চৈত্র ৩১ ১৪২৮ ||  ০১ শাওয়াল ১৪৪২

সেপ্টেম্বরে হতে পারে বাকি আইপিএল!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৪ মে ২০২১  
সেপ্টেম্বরে হতে পারে বাকি আইপিএল!

করোনাভাইরাস সুরক্ষা বলয় ভেঙে ঢুকে পড়ায় গত দুই দিনে আইপিএলের চার ফ্র্যাঞ্চাইজির ৪ খেলোয়াড়সহ সাতজন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে প্রথম পদক্ষেপ হিসেবে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। আবার কবে আইপিএলের বাকি ম্যাচগুলো হবে তা ভাবার চূড়ান্ত করার সুযোগ নেই। তবে সেপ্টেম্বরের দিকে গড়াতে পারে স্থগিত হওয়া এই প্রতিযোগিতা।

মোট ৬০ ম্যাচের মধ্যে ২৯টি খেলা হয়ে গেছে। বাকি ৩১ ম্যাচ সেপ্টেম্বরে আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা ক্রিকবাজকে এমন আভাস পেয়েছেন, ‘সেপ্টেম্বরের দিকে বিবেচনা করা হচ্ছে। ওই সময় ইংল্যান্ড-ভারত সিরিজ শেষ হবে এবং বিদেশি খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত থাকবেন। এখন এটাই ভাবা হচ্ছে।’

এই ব্যাপারে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের সঙ্গে যোগাযোগ করলে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। নির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমাদের এখন একটা ফাঁকা সময় বের করতে হবে। পেলেই আমরা আয়োজন করবো। আমাদের দেখতে হবে সেপ্টেম্বরে সম্ভব কি না। আইসিসি ও অন্য বোর্ডগুলোর পরিকল্পনা যাচাই করতে হবে।’

অনিশ্চয়তা রয়েছে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভারত থেকে টুর্নামেন্ট সরানো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এর আগেই আইপিএল শেষ করার কথা ভাবা হচ্ছে। কিন্তু আরেক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বললেন, সেপ্টেম্বর আসতে এখনও অনেক দেরি। আগে তো করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হোক।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়