Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৪ মে ২০২১ ||  চৈত্র ৩১ ১৪২৮ ||  ০১ শাওয়াল ১৪৪২

এমন সিরিজেও প্রাপ্তি দেখছেন ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৪ মে ২০২১  
এমন সিরিজেও প্রাপ্তি দেখছেন ডমিঙ্গো

কশ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া সিরিজে অনেক প্রাপ্তি দেখছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, দুই-একটি সিদ্ধান্ত সিরিজে বড় ভূমিকা রেখেছে। সেগুলো নিজেদের পক্ষে থাকলে ফল অন্যরকম হতে পারতো।

মঙ্গলবার (৪ মে) দ্বীপরাষ্ট্র থেকে দেশে ফিরেছে দল। বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডমিঙ্গো বলেন, ‘আমরা এ সফর থেকে অনেক কিছু গ্রহণ করতে পারি। আমি মনে করি ছেলেরা প্রথম টেস্টে অসাধারণ পারফরম্যান্স করেছে। দ্বিতীয় টেস্টে টস বড় ভূমিকা রেখেছিল। আমাদের বোলাররা দারুণ লড়াই করেছে। যদিও ফল আমাদের পক্ষে আসেনি। তবও সফর থেকে আমরা ভালো কিছু গ্রহণ করতে পারি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বাংলাদেশ একেবারে তলানিতে। দল ভালো করতে না পারায় বিরক্ত ডমিঙ্গোও, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আমি বিরক্ত। দেখুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটি চার দিন লড়াইয়ের পর পঞ্চম দিনে হেরে গিয়েছে। নিজেদের কিছু সিদ্ধান্ত ও ভুলের কারণে ম্যাচ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় টেস্টেও একই ফল। শ্রীলঙ্কায় প্রথম টেস্ট ভোলার নয়। অথচ দ্বিতীয় টেস্টে আমাদের উন্নতিই নেই। হ্যাঁ সামান্য উন্নতি হয়েছে, কিন্তু লম্বা সময়ের জন্য এগোতে গেলে আমাদের আরও উন্নতি করতে হবে।’

ভবিষ্যতের জন্য ভালোমানের অলরাউন্ডারের খোঁজ করবেন ডমিঙ্গো, ‘হারলে সব সময়ই সমালোচনা হবে। অবশ্যই সাকিবকে ছাড়া দল সাজানো সব সময়ই চ্যালেঞ্জিং। হয় আপনাকে একজন ব্যাটসম্যানকে বাড়তি খেলাতে হবে, নয়তো একজন বোলার। আমি মনে করি একজন ভালো অলরাউন্ডার আমাদের দলে ভারসাম্য আনতে পারে। সাকিব অবশ্যই তাদের একজন। ছয় নম্বরে ব্যাটিং করতে পারবে এবং গতিময় বোলিংও করতে পারে এমন কাউকে আমাদের খুঁজতে হবে। দেশের বাইরে খেলতে হলে আপনাকে অলরাউন্ডার রাখতেই হবে। যেই সুযোগ আমাদের হাতে এখন নেই।’

শ্রীলঙ্কাকে চলতি মাসের শেষে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ঈদের আগে পুরোদমে তিন দিনের অনুশীলন হবে। নিউ জিল্যান্ডে তিন ওয়ানডেতেই হেরেছিল বাংলাদেশ। ডমিঙ্গোর আশা ঘরের মাঠে রঙিন পোশাকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়