ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চেলসিকে ফাইনালে তুলে ইতিহাস গড়লেন টুখেল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ৬ মে ২০২১   আপডেট: ১৩:৪১, ৬ মে ২০২১
চেলসিকে ফাইনালে তুলে ইতিহাস গড়লেন টুখেল

প্রথম কোচ হিসেবে আলাদা দুটি ক্লাবের সঙ্গে টানা দুইবার ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ ক্লাব ফাইনালে উঠলেন থমাস টুখেল।

বুধবার (৫ মে) দ্বিতীয় লেগে চেলসি ২-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। সেমিফাইনালের দুই লেগের অগ্রগামিতায় ৩-১ গোলে এগিয়ে থেকে ফাইনালে তারা। গত বছরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজিকে তুলেছিলেন টুখেল। তার দল বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় ১-০ গোলে।

ম্যাচ শেষে টুখেল বলেছেন, ‘আমি খুব খুশি যে আমরা এটা অর্জন করেছি। ফুটবলের সঙ্গে আমার জীবন ধারণের সুযোগ পাওয়ায় এবং এই ভালোবাসার বিষয়কে পেশা হিসেবে নেওয়ায় আমি খুব কৃতজ্ঞ।’

চেলসি এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। প্রত্যেকবারই তারা এই অর্জন করেছে, যখন মৌসুমের মাঝপথে তাদের কোচকে বরখাস্ত করেছে। ২০০৭-০৮ মৌসুমে হোসে মরিনহো চলে যান, স্থলাভিষিক্ত হন আভ্রাম গ্র্যান্ট। তার অধীনে ফাইনালে ওঠে ব্লুরা, কিন্তু হেরে যায় ম্যানইউর কাছে।

নতুন কোচের অধীনে চেলসি আরেকবার ফাইনালে ওঠে ২০১১-১২ মৌসুমে। ওই মৌসুমের মাঝপথে আন্দ্রে ভিয়াস-বোয়াস বরখাস্ত হলে রবের্তো দি মাত্তেও হন কোচ এবং ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি।

ইতিহাসের পুনরাবৃত্তি করলেন টুখেল। গত জানুয়ারিতে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বরখাস্ত হলে চেলসির দায়িত্ব নেন এই জার্মান। চ্যাম্পিয়নস লিগের আগে এফএ কাপের ফাইনালে তোলেন দলকে এবং প্রিমিয়ার লিগ তারা শীর্ষ চারে থেকেই শেষ করার পথে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়