Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৮ জুন ২০২১ ||  আষাঢ় ৬ ১৪২৮ ||  ০৬ জিলক্বদ ১৪৪২

আইপিএল সুরক্ষা বলয়ে করোনা, সৌরভ যা বললেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৬ মে ২০২১   আপডেট: ১৩:৫৮, ৬ মে ২০২১
আইপিএল সুরক্ষা বলয়ে করোনা, সৌরভ যা বললেন

করোনাভাইরাস মহামারির তীব্রতার মধ্যেও আইপিএল চালিয়ে যাওয়ায় তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। আইপিএল স্থগিত হওয়ার দুই দিন পর বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন। টুর্নামেন্টের ‘সবচেয়ে নিশ্ছিদ্র বলয়’ ভেঙে প্রাণঘাতী ভাইরাস ঢুকে পড়া নিয়ে ব্যাখ্যাও দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক।

কঠিন জৈব সুরক্ষা বলয় করেও করোনাভাইরাসকে থামানো মুশকিল বললেন সৌরভ। ইংলিশ প্রিমিয়ার লিগের সুরক্ষা বলয়ের উদাহরণ দিয়ে তিনি বললেন, যুক্তরাজ্যেও ফুটবল খেলোয়াড়রা রক্ষা পাননি। একই সঙ্গে তার দাবি, আইপিএলের বলয় সুরক্ষিত ছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে সৌরভ বললেন, ‘আমি মনে করি না এমন (সুরক্ষা বলয়ে ফাঁক) কিছু হয়েছে। যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে দেখা গেছে, সুরক্ষা বলয় ভাঙার মতো ঘটনা ঘটেনি। কীভাবে এতজন আক্রান্ত হলো, বলা খুব মুশকিল। দেশের মধ্যে কীভাবে এত মানুষ আক্রান্ত হচ্ছে সেটাও বলা খুব কঠিন।’

ভারতের সাবেক অধিনায়ক আরও বলেছেন, ‘বিশ্বজুড়ে পেশাদাররাও এটা (সুরক্ষা বলয়ে ভাইরাস প্রতিহত করা) নিয়ন্ত্রণ করতে পারছে না। ইংল্যান্ডে (দ্বিতীয় ঢেউ) যখন এটা হয়েছিল, তখন ইংলিশ প্রিমিয়ার লিগেও কয়েকজনের করোনা শনাক্ত হয়েছিল। ম্যানসিটি, আর্সেনালের খেলোয়াড়রা সংক্রমিত হয়েছিল।’

কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে করোনা শনাক্ত হলে স্থগিত করা হয় এই আইপিএল। বাকি ম্যাচগুলো সেপ্টেম্বরে হতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু ফাঁকা সময় খুঁজে বের করা কঠিন মনে করেন সৌরভ, ‘ম্যাচের (প্রিমিয়ার লিগ) সূচি পুনর্নিধারিত হয়েছিল। কারণ তাদের মৌসুম ছয় মাসের মতো লম্বা, তাই তারা এটা করতে পারে। কিন্তু আমাদের মৌসুম আঁটসাঁট। এছাড়া অনেক খেলোয়াড়কে তাদের দেশের জন্য খেলতে ছেড়ে দিতে হয়। পুনরায় সূচি করা অনেক কঠিন।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়