ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাদাল পেলেন দ্বিতীয় লরিয়াস অ্যাওয়ার্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৭ মে ২০২১  
নাদাল পেলেন দ্বিতীয় লরিয়াস অ্যাওয়ার্ড

লরিয়াস পুরস্কার হাতে নাদাল

জীবনে দ্বিতীয়বারের মতো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার স্পেনের সেভিয়ায় ভার্চুয়ালি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গত বছর ফরাসি ওপেন জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারের পাশে বসেন নাদাল। রোলাঁ গাঁরোতে ছিল এটি স্প্যানিশ তারকার ১৩তম শিরোপা এবং ক্যারিয়ারের ২০তম। পুরুষ বিভাগে নাদাল প্রথম লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জেতেন ২০১১ সালে।

 নারী বিভাগেও লরিয়াস বর্ষসেরা হয়েছেন টেনিস তারকা নাওমি ওসাকা। এই পুরস্কার প্রথমবার পেলেন তিনি। জাপানের এই তরুণী গত বছর ইউএস ওপেনে চতুর্থ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন।

বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে এক বছরে ছয়টি শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টরা বুন্দেসলিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। আজীবন সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি বিলি জিন কিং। স্পোর্টিং ইন্সপায়ারেশন অ্যাওয়ার্ড জিতেছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

গত বছর লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড যৌথভাবে জিতেছিলেন লিওনেল মেসি ও লুইস হ্যামিল্টন।

ক্রীড়াঙ্গনের এই সম্মানজনক পুরস্কার সবচেয়ে বেশি পাঁচবার পেয়েছেন ফেদেরার, এর মধ্যে টানা চারবার আছে। আর নারী বিভাগে সবচেয়ে বেশিবার জিতেছেন সেরেনা উইলিয়ামস।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়