Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৩ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪২৮ ||  ০১ জিলক্বদ ১৪৪২

পিএসজিতে আরও তিন বছর নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৮ মে ২০২১  
পিএসজিতে আরও তিন বছর নেইমার

নতুন করে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২২ সালে তার বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল। সেটি আরও তিন বছর বাড়িয়ে নেইমার প্যারিসে থাকবেন ২০২৫ সাল পর্যন্ত।

তিন বছরের চুক্তির বিষয়টি নিজেই জানিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ সময় সন্ধ্যায় দুটি ছবি পোস্ট করেন। একটির পেছেন পিএসজির লোগো আরেকটিতে তিনি ২০২৫ লেখা জার্সি হাতে দাঁড়িয়ে আছেন।

ক্যাপশনে লেখেন 'এগিয়ে যাও পিএসজি।'   এ ছাড়া পিএসজির ফেসবুক পেইজ থেকেও তিন বছরের চুক্তির বিষয়ে ঘোষণা দেওয়া হয়।  

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফি, ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে এসেছিলেন। যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে ১১৭ ম্যাচে ৮৫ টি গোল ৫১টি অ্যাসিস্ট করেন নেইমার। এ সময়ে পিএসজি প্রথমবারের মতো  চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে। আর চলতি আসে সেমিফাইনাল খেলে প্যারিসের ক্লাবটি।

প্যারিসে নেইমারের থাকা নিশ্চিত হলেও ২২ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। চলতি মৌসুম শেষে এমবাপ্পে পিএসজি ছাড়বেন নাকি নতুন করে চুক্তি করবেন তা এখনও নিশ্চিত নয়।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়