ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুর্নীতির অভিযোগ থেকে সাবেক লঙ্কান ক্রিকেটারের নিষ্কৃতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১০ মে ২০২১  
দুর্নীতির অভিযোগ থেকে সাবেক লঙ্কান ক্রিকেটারের নিষ্কৃতি

শ্রীলঙ্কার সাবেক খেলোয়াড় আভিষ্কা গুনাবর্দেনেকে দুর্নীতির সব ধরনের অভিযোগ থেকে নিষ্কৃতি দিলো স্বতন্ত্র টাইব্যুনাল। দুটি অভিযোগে অভিযুক্ত হওয়ার ঠিক দুই বছর পর এই খুশির খবর পেলেন তিনি। তাতে করে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফিরতে পারবেন আভিষ্কা।

আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী ইউনিট তার বিরুদ্ধে ২০১৯ সালের ১০ মে দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে। প্রাথমিকভাবে সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকলেও তা উঠে গেলো।

আভিষ্কার সঙ্গে একই দিনে শ্রীলঙ্কার সাবেক বোলার নুয়ান জয়সার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছিল। গত মাসে আইসিসির স্বতন্ত্র টাইব্যুনাল তাকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করে। তবে তিনটি অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন তিনি। বাকি একটি অভিযোগের বিরুদ্ধে আপিল করতে পারবেন জয়সা।

একই মাসে শ্রীলঙ্কার আরেক সাবেক অলরাউন্ডার দিলহারা লোকুহেত্তিগেকে দুর্নীতির দায়ে আট বছর নিষিদ্ধ করেছে আইসিসি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়