ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আলোচনায় বাঁশের ব্যাট, জল ঢেলে দিলো এমসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১১ মে ২০২১   আপডেট: ১৬:১১, ১১ মে ২০২১
আলোচনায় বাঁশের ব্যাট, জল ঢেলে দিলো এমসিসি

ক্রিকেট বিশ্বে তুমুল সাড়া ফেলানো বাঁশের ব্যাটের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বাঁশের ব্যবহার বর্তমান আইনবিরোধী হওয়ায় ধোপে টেকেনি ক্যামব্রিজ বিশ্ববদ্যালয়ের এক দল গবেষকের আবিষ্কৃত এই ব্যাট।

প্রত্যাখ্যান করলেও এমসিসি জানিয়েছে তারা এই আইন নিয়ে উপ-কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করবেন। ভারতীয় প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

এমসিসির ৫.৩.৩ ধারা অনুযায়ী ব্যাটের প্রলেপ হতে হবে কাঠের। কিন্তু এই ব্যাটটি বানানো হয়েছে বাঁশের প্রলেপ দিয়ে। বিবৃতিতে এমসিসি জানায়, বাঁশ যদি ব্যবহার করতে হয় তাহলে পরিবর্তন করতে হবে আইনের।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দারশিল শাহ ও বেন টিংকলার ডেভিস বাঁশের ব্যাট আবিষ্কার করেন। গবেষণা অনুযায়ী তারা জানিয়েছেন এই ব্যাট সাশ্রয়ী আবার কাঠের প্রচলিত ব্যাট থেকে প্রায় ৪০ গুণ বেশি শক্তিশালী।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়