ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৩ মে ২০২১   আপডেট: ১২:৫৭, ১৩ মে ২০২১
টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আগে দারুণ সংবাদ পেল ভারত। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে ভারত এখন শীর্ষে। তাদের পরই আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেক ফাইনালিস্ট নিউ জিল্যান্ড। বৃহস্পতিবার আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের পয়েন্ট বার্ষিক হালনাগাদ করেছে।

বার্ষিক হালনাগাদে ১ রেটিং পয়েন্ট পেয়েছে ভারত। তাতে শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির দল। অবশ্য ২ রেটিং পয়েন্ট বেড়েছে নিউ জিল্যান্ডেরও। এদিকে অস্ট্রেলিয়াকে টপকে তিনে উঠেছে ইংল্যান্ড।  

১২১ পয়েন্ট নিয়ে ভারত এখনে শীর্ষে। ১২০ পয়েন্ট নিউ জিল্যান্ডের। ভারত কিছুদিন আগে নিজেদের মাটিতে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছে ২-১ ব্যবধানে। নিউ জিল্যান্ড নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে টেস্ট সিরিজ হারায় ২-০ ব্যবধানে। সাদা পোশাকে ধারাবাহিক এ পারফরম্যান্সে তারা এখন টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে। জুলাইয়ে দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। 

৩ রেটিং পয়েন্ট বাড়ায় অস্ট্রেলিয়াকে টপকে তিনে উঠে এসেছে ইংল্যান্ড। এদিকে অস্ট্রেলিয়া ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সমান ৩ রেটিং পয়েন্ট করে বেড়েছে। দুই দলের অবস্থান চতুর্থ ও পঞ্চম স্থানে। দক্ষিণ আফ্রিকা ৯ রেটিং পয়েন্ট হারিয়েছে। ৮০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে সপ্তম স্থানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে অবস্থানে প্রোটিয়ারা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা হারিয়েছে সমান ৫ রেটিং পয়েন্ট। ৭৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে আটে। ৪৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নবম স্থানে। ৮ রেটিং পয়েন্ট বেড়েছে জিম্বাবুয়ের। ৩৫ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম স্থানে।

পর্যাপ্ত টেস্ট না খেলায় র‌্যাংকিংয়ে আসেনি আফগানিস্তান। 

 

 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়