ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইপিএলের দরজা খুলছে আমিরের!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ১৩ মে ২০২১  
আইপিএলের দরজা খুলছে আমিরের!

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমিরকে দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) । খুব শিগগিরই হতে যাচ্ছে এমন কিছু।

পাকিস্তান ক্রিকেটকে গুডবাই বলা আমির যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। যদি তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পেয়ে যান তাহলে আইপিএল খেলতে বাঁধা থাকবে না। প্রতিবেশি দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় আইপিএল অংশ নিতে পারেন না পাকিস্তানের খেলোয়াড়রা। তবে আইপিএলের শুরুর দুই আসরে খেলেছিলেন শহীদ আফ্রিদি, শোয়েব আক্তার, শোয়েব মালিক, কামরান আকরামরা। এরপর তাদের অংগ্রহণ বন্ধ হয়ে যায়। তবে আজহার মাহমুদ যুক্তরাজ্যের নাগরিক হওয়ার সুবাদে নিয়মিত আইপিএল খেলতেন। সেই পথের পথিক হতে যাচ্ছেন আমির।

পাকপ্যাসন ডট নেট-কে আমির বলেন,‘আমাকে যুক্তরাজ্যে থাকার জন্য অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে। এখানে ক্রিকেট উপভোগ করছি। আশা করছি আগামী ৬-৭ বছর আমি আরও ক্রিকেট খেলতে পারব। দেখি পরিবেশ পরিস্থিতি আমাকে কোথায় নিয়ে যায়।’

আমিরের স্ত্রী ও সন্তান এখন যুক্তরাজ্যে আছেন। সেখানে পরিবার নিয়ে থাকা শুরু করেছেন, ‘আমার সন্তান এখানে বড় হবে এবং এখানে পড়াশোনা করবে। ফলে এখানেই আমার থাকতে হবে। তবে এখনই আমি বিকল্প ভাবনা ও সুযোগগুলো নিয়ে চিন্তিত নই। আমি কিছুদিনের মধ্যে যুক্তরাজ্যের নাগরিকত্ব পাবো। সেটা নিয়েই ভাবছি।’

অভিমানে পাকিস্তানের ক্রিকেট ছেড়েছিলেন মোহাম্মদ আমির। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এ পেসার তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ। বল হাতে উইকেট পেয়েছেন ২৫৯টি। তার মতে, পাকিস্তানের খেলা ছাড়ার সিদ্ধান্ত কঠিন হলেও তখন সেই সিদ্ধান্ত ছাড়া দ্বিতীয় সুযোগ ছিল না।

তার ভাষ্য,‘প্রিয় দেশের হয়ে খেলতে না পারা অনেক কঠিন। নিজের সিদ্ধান্তর জন্য আমি অনেক চিন্তা করেছি। যারা আমার ঘনিষ্ঠ তাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। আমি সম্ভাব্য সকল কিছু নিয়ে চিন্তা করেছি এবং যেসব সুযোগ আছে সেগুলো নিয়ে ভেবেছি। তরুণ অবস্থায় আমি যেসব সমস্যায় পড়েছি আশা করছি সেসব পাকিস্তানের অন্যান্য তরুণদের দেখতে হবে না। তারা যেন আমার মতো আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার বিসর্জন না দেয় সেজন্য আমার এ সিদ্ধান্ত।’ 
 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়