ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আগস্টে এলপিএলের দ্বিতীয় আসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১৩ মে ২০২১  
আগস্টে এলপিএলের দ্বিতীয় আসর

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে। শেষ হবে ২২ আগস্ট। ভারতীয় ক্রিকেট দলকে আতিথেয়তা দেওয়ার পরপরই টি-টোয়েন্টি ক্রিকেটের পর্দা উঠবে।

শ্রীলঙ্কা ক্রিকেট বুধবার প্রতিযোগিতার তারিখ চূড়ান্ত করেছে। ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে। ২৭ জুলাই তাদের সফর শেষ হবে। এলপিএল ও ইংল্যান্ডের হানড্রেড বল প্রতিযোগিতা প্রায় একই সময়ে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো আয়োজিত হানড্রেড বল শুরু হবে ২১ জুলাই।

দুই টুর্নামেন্টের পরপরই আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে। ২৮ আগস্ট প্রতিযোগিতার পর্দা উঠবে। ফলে ক্রিকেটপ্রেমিরা প্রায় দেড় মাস টি-টোয়েন্টি আমেজে ডুবে থাকবেন। 

এলএসসির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অর্জুন ডি সিলভা বলেন,‘আমরা এলপিএল আয়োজনের ভালো সময় পেয়েছি। আমরা টুর্নামেন্ট নিয়ে কাজ করছি। খুব দ্রুত সব চূড়ান্ত করবো।’

টুর্নামেন্টের প্রথম আসরের খেলা হয়েছিল গত বছরের ২৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। জৈব সুরক্ষা বলয়ে হাম্বানটোটায় ২৩ ম্যাচের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। গল গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স। 

 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়