ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু বদলে গেল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৩ মে ২০২১   আপডেট: ২০:৪৭, ১৩ মে ২০২১
চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু বদলে গেল

দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে পর্তুগালের পোর্তোয়। এর আগে তুরস্কে এই মহারণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু করোনাভাইরাস বিধিনিষেদের কারণে ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালের ভেন্যুতে পরিবর্তন এনেছে উয়েফা। মূলত স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ফেরাতে চায় উয়েফা। এজন্য ভেন্যুতে পরিবর্তন এনেছে ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।  উয়েফা জানিয়েছে, এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকবেন ১২ হাজার দর্শক।দুই দলের ৬ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। 

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার হচ্ছে অল ইংল্যান্ড ফাইনাল। স্বাভাবিকভাবেই দুই ক্লাবের সমর্থকরা মাঠে বসে খেলা দেখতে চাইবেন। কিন্তু করোনাভাইরাস সতর্কতায় তুরস্ককে ‘রেড’ জোনে রেখেছে ইংল্যান্ড। ফলে তুরস্কে খেলা হলে দর্শকদের পরিকল্পনা ভেস্তে যেত। পর্তুগাল আছে ‘গ্রিন’ লিস্টে। ফাইনাল সেখানে হলে দুই ক্লাবের সমর্থকদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।

গত বছরও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল পর্তুগালে। খেলা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর শহর লিসবনে। এবারের ফাইনালের ভেন্যু পোর্তোর এস্তাদিও দু দ্রাগাও।

দুই দল দাপটের সঙ্গে খেলে উঠেছে ফাইনালে। চেলসি এর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতলেও ম্যানচেস্টার সিটি এবার প্রথমবার ফাইনালে উঠেছে। এবার শিরোপা যেই জিতুক না কেন এটা নিশ্চিত যে ইউরোপ সেরার মঞ্চে আবারও উড়বে ইংল্যান্ডের নিশান।

 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়