ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকিস্তানের দল নির্বাচন ব্যবস্থা নিয়ে মুখ খুললেন ওয়াহাব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৫ মে ২০২১  
পাকিস্তানের দল নির্বাচন ব্যবস্থা নিয়ে মুখ খুললেন ওয়াহাব

পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচন ব্যবস্থা নিয়ে হরহামেশাই সমালোচনা হয়। তবে অধিকাংশ সময়ে সাবেক ক্রিকেটাররাই এ সমালোচনা করেন। খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের এমন কাজ করতে দেখা যায় না। ক্যারিয়ারের কথা ভেবে অনেকেই চুপচাপ থাকেন। 

ওয়াহাব রিয়াজ সেসব তয়োক্কা করলেন না। প্রকাশ্যে সমালোচনা করে পাকিস্তানের দল নির্বাচন ব্যবস্থাকে ধুয়ে দিলেন বাঁহাতি পেসার। তার মতে, পাকিস্তান দলে খেলোয়াড় নির্বাচন হয় এক বা দুই ম্যাচের পারফরম্যান্স বিবেচনায়। নির্বাচকদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। খেলোয়াড় কেন দলে আসছে, আবার কেন বাদ পড়ছে সেসবের কোনো ব্যাখ্যাও তারা দেন না। খেলোয়াড়দের সঙ্গে নির্বাচকদের যোগাযোগ নেই এমন অভিযোগও তুলেছেন তিনি।  

ইনসাইড আউট নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াহাব বলেন, ‘আমি মনে করি নির্বাচকদের মানসিকতায় বদল আনা প্রয়োজন। তারা এক বা দুই ম্যাচের পারফরম্যান্স দেখে খেলোয়াড়দের দলভুক্ত করে। শুধু আমার ক্ষেত্রে কথাটা বলছি তা নয়, সব খেলোয়াড়ের জন্যই বলছি। এটা পাকিস্তান ক্রিকেটের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি মনে করি এর পরিবর্তন আনতে হবে। খেলোয়াড়দের পূর্বের পারফরম্যান্স, তার নিবেদন, জাতীয় দলে খেলার তাড়না সেসব মূল্যায়ন করা উচিত। খেলোয়াড়দের বাজে দিন, ভালো দিন যায়। খারাপ সময়ে অবশ্যই তাকে সমর্থন করতে হবে। খেলোয়াড় তখনই ভালো পারফরম্যান্স করবে যখন তার ওপর পূর্ণ আস্থা থাকবে।’ 

পাশাপাশি খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ রাখারও পরামর্শ দিলেন এ বাঁহাতি পেসার, ‘দেখুন দুই পক্ষের যোগাযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের অবশ্যই জানতে হবে কেন তারা দল থেকে বাদ পড়ছেন। একজন খেলোয়াড় যদি জানতে পারে তাকে এই কারণে বাদ দেওয়া হয়েছে তাহলে সে আরও কঠোর পরিশ্রম করবে। এটা অজুহাতের বিষয় নয়। আমি বিশ্বাস করি এটা বেশ পরিবর্তন আনতে সক্ষম। যদি দীর্ঘ সময়ের জন্যও কোনো খেলোয়াড়কে বাদ দেওয়া হয় তাকেও বোঝানো উচিত কোথায় কী সমস্যা ছিল। খেলোয়াড়কে তার ভুলগুলো ধরিয়ে দিতে এবং সে সেগুলো নিয়ে কাজ করবে। তাতে ভবিষ্যতে ভালো পারফরম্যান্সের আশা করতে পারবে।’

সীমিত ওভারের ক্রিকেটে আরও বেশি মনোযোগী হতে দীর্ঘ পরিসরের ফরম্যাট থেকে স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। নিজের সিদ্ধান্ত পাল্টে নিজেকে তিন ফরম্যাটের জন্যই অ্যাভেইলেবেল রেখেছেন বাঁহাতি পেসার। কিন্তু তাকে এখন দলে নেওয়ার ভাবনায় নেই নির্বাচকরা। তবে সুযোগ পাননি বলে হতাশ নন ওয়াহাব,‘আমাকে দলে নেওয়া হয়নি বলে কারো সঙ্গে কথা হয়নি। হ্যাঁ নির্বাচকের সঙ্গে ব্যক্তিগত আলাপ হয়েছে। সেখানে তিনি কিছু কারণ আমাকে জানিয়েছেন। তবে সেসব নিয়ে আমি চিন্তিত নেই। সবার মত এক হবে এমনটা নয়। আশা করছি সামনেই সত্যটা বেরিয়ে আসবে।’ 

নিজের ক্যারিয়ার ও পারফরম্যান্সে সন্তুষ্ট ওয়াহাব। ক্যারিয়ার শেষে নামের পাশে একটি বিশ্বকাপ দেখতে চান দ্রুতগতির এ বোলার, ‘আমার ক্যারিয়ার এক বা দুই স্পেলে সীমাবদ্ধ নয়। আমি বিভিন্ন পর্যায়ে ম্যাচ জেতানো বোলিং উপহার দিয়েছি। নিজের ক্যারিয়ারে আমি সন্তুষ্ট। আমি বিশ্বকাপ খেলতে চাই এবং জিততে চাই। বিশ্বকাপ ভিন্ন মঞ্চ। সেখানে অভিজ্ঞতাই সব। তবে সিদ্ধান্ত আমার ওপর নির্ভরশীল নয়। নির্বাচকদেরও আমাকে নিয়ে ভাবতে হবে।’ 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়