ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেসি না থাকলে গোল করবে কে, প্রশ্ন কোম্যানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৭ মে ২০২১   আপডেট: ১২:৩৪, ১৭ মে ২০২১
মেসি না থাকলে গোল করবে কে, প্রশ্ন কোম্যানের

এক রাউন্ড আগেই বার্সেলোনার লা লিগা শিরোপার মিশন শেষ। সেল্তা ভিগোর কাছে ২-১ গোলে হেরে ছিটকে গেছে কাতালান জায়ান্টরা। লিওনেল মেসি গোল করলেও ম্যাচটি জিততে ব্যর্থ তারা। এখন দলের মধ্যে চাপা উদ্বেগ, ন্যু ক্যাম্পে কি এটাই আর্জেন্টাইন ফরোয়ার্ডের শেষ গোল! ঘুরেফিরে একটাই প্রশ্ন- ফ্রি ট্রান্সফারে এই মৌসুম শেষে চলে যাচ্ছেন তিনি? উত্তর পেতে বেশি আর দেরি নেই, কিন্তু মেসিকে ছাড়া বার্সার আক্রমণভাগের ধার আগের মতো থাকবে না বলে কোচ রোনাল্ড কোম্যানের ভয়।

বার্সা কোচের মতে, মেসিকে ছাড়া দলটির জন্য খেলা হবে ‘অসম্ভব’। এই মৌসুমে শেষ হচ্ছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর চুক্তির মেয়াদ। নতুন চুক্তি না করলে জুনের পর আর বার্সার জার্সিতে দেখা যাবে না মেসিকে। তাতে হতাশা নিয়েই ন্যু ক্যাম্পকে বিদায় জানাতে হবে তাকে। লিগের শেষ পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে তারা। সবশেষ ম্যাচটি হেরে শিরোপার ক্ষীণ আশাও শেষ। এমন ম্যাচে মেসির গোল বৃথা গেছে।

মেসিকে নিয়ে ম্যাচ শেষে কোম্যান বলেছেন, ‘লা লিগায় সে ৩০ গোল করেছে এবং অনেক পয়েন্ট এনে দিয়েছে আমাদের। এটা লিওর জন্য প্রশ্ন। আমার ও ক্লাবের আশা সে আমাদের সঙ্গে থাকবে। কারণ লিও যদি এখানে না থাকে, তাহলে কে গোল করতে যাচ্ছে সেটা নিয়ে আমার সংশয় আছে।’

আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বার্সা সতীর্থ জোর্দি আলবারও, ‘চলুন আশা করি সেটা হবে না। যদিও এই সিদ্ধান্তটা তাকেই (মেসি) নিতে হবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়