ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কোহলিদের ২৪ দিনের কোয়ারেন্টাইন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১৮ মে ২০২১   আপডেট: ১১:৫৯, ১৮ মে ২০২১
কোহলিদের ২৪ দিনের কোয়ারেন্টাইন

ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দেশে ও বাইরে মিলিয়ে ২৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে ভারতীয় ক্রিকেট দল। মুম্বাইয়ে তাদের কোয়ারেন্টাইন ১৪ দিনের। ইংল্যান্ডে পৌঁছার পর সাউদাম্পটনে তারা থাকবেন ১০ দিনের কোয়ারেন্টাইনে। 

ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শুরু হচ্ছে বুধবার থেকে। মুম্বাইয়ের বাইরের ক্রিকেটারদের চার্টার্ড বিমানে উড়িয়ে আনছে বিসিসিআই। যারা মুম্বাইয়ে আছেন তারা রোববার পর্যন্ত নিজেদের বাড়িতে রুম কোয়ারেন্টাইন করবেন। সোমবার যোগ দেবেন দলের সঙ্গে। সেই তালিকায় আছেন অধিনায়ক কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও কোচ রবি শাস্ত্রী।

নিউ জিল্যান্ড ও ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ১৮ জুন। ম্যাচটি হবে সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে। স্টেডিয়ামের একপাশে রয়েছে হোটেল হিলটন। সেই হোটেলে রুম কোয়ারেন্টাইন করবেন ক্রিকেটাররা। তবে তিনদিন যাওয়ার পর ছোট ছোট গ্রুপে অনুশীলনের অনুমতি পাবেন কোহলিরা। 

করোনা মহামারিতে ভারত বিপর্যস্ত। ইংল্যান্ডের সরকার কর্তৃক রেড জোনে রয়েছে ভারত। বিশেষ ব্যবস্থায় কোহলিরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাবে ইংল্যান্ডে। এজন্য তাদের দফায় দফায় কোভিড টেস্ট করানো হবে। ২ জুন তারা চার্টার্ড বিমানে ইংল্যান্ড পৌঁছবেন। ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে ভারত। ফলে প্রায় দুই মাস সেখানে থাকতে হবে কোহলিদের।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়