ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফাইনালে ভারতের বিপক্ষে ‘দুর্দান্ত চ্যালেঞ্জের’ অপেক্ষায় উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৮ মে ২০২১  
ফাইনালে ভারতের বিপক্ষে ‘দুর্দান্ত চ্যালেঞ্জের’ অপেক্ষায় উইলিয়ামসন

১৮ জুন সাউদাম্পটনের এইজেস বোলে নামতে আর তর সইছে না কেন উইলিয়ামসন ও তার দল নিউ জিল্যান্ডের। ওই দিন হবে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচ। ভারতের বিপক্ষে এই ফাইনালে দুর্দান্ত চ্যালেঞ্জের অপেক্ষায় কিউই অধিনায়ক।

আইসিসির পোস্ট করা এক ভিডিওতে উইলিয়ামসন বলেছেন, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলি, তখন তা সবসময় দুর্দান্ত চ্যালেঞ্জের হয় এবং তাদের বিপক্ষে খেলা হতে যাচ্ছে সত্যিই রোমাঞ্চকর। ফাইনালে খেলতে পারা সত্যিই উত্তেজনাকর, অবশ্যই এটা জিততে পারলে তা হবে আরও দারুণ।’

টেস্টে প্রতিদ্বন্দ্বিতার নতুন মাত্রা ছড়াতে এই চ্যাম্পিয়নশিপের আবির্ভাব হয়েছিল দুই বছর আগে। নিউ জিল্যান্ড অধিনায়কের মতে প্রতিযোগিতার মান ছিল ‘খুবই ভালো’। উইলিয়ামসন বলেছেন, ‘আমরা দেখলাম, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা সত্যিই রোমাঞ্চ ছড়িয়েছে। খেলাগুলো ছিল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজের কথা উল্লেখ করা যায়। ফল পেতে এই ম্যাচগুলোতে সত্যিই কঠিন লড়াই হয়েছিল, যা ছিল অসাধারণ।’

ভারতের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। এরই মধ্যে পৌঁছে গেছে সফরকারী দলের অধিকাংশ ক্রিকেটার। ফাইনাল খেলতে ভারত জুনের প্রথম সপ্তাহে পৌঁছাবে ইংল্যান্ডে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়