ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চোটে ছিটকে গেলেন রানা, স্থলাভিষিক্ত লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ১৮ মে ২০২১  
চোটে ছিটকে গেলেন রানা, স্থলাভিষিক্ত লিটন

আগামী জুনে ভারত, আফগানিস্তান ও ওমানের বিপক্ষে বাংলাদেশের কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। কাতারে হবে ম্যাচগুলো, কিন্তু দলের সঙ্গে যাচ্ছেন না আশরাফুল ইসলাম রানা। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটি জানান অভিজ্ঞ গোলকিপার। পরে বাফুফেও এটি নিশ্চিত করেছে।

রানার পরিবর্তে দলে ডাক পেয়েছেন রাসেল মাহমুদ লিটন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, 'ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ ও এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২) এর ম্যাচ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াড থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার পরিবর্তে যোগদান করেছেন গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন।'

এর আগে দুপুরের দিকে নিজের ফেসবুক পেজে রানা পোস্ট দেন, ‘চোট নিয়েও আমি জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করেছিলাম। কিন্তু পুরোপুরি সেরে উঠতে আমার আরও সময় প্রয়োজন। চিকিৎসক ও কোচদের পরামর্শ মেনে আমি ক্যাম্প ছাড়ছি। আমার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, মো. ইমন, রিমন হোসাইন, হাবিবুর রহমান সোহাগ, তারিক কাজী, রেজাউল করিম, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, মাহবুবুর রহমান সুফিল, মো. আব্দুল্লাহ, সুমন রেজা, সাদ উদ্দিন, মতিন মিয়া, মো. মেহেদি হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জুয়েল ও রাকিব হোসেন।

স্ট্যান্ড বাই: মিতুল মারমা, মোহাম্মদ আতিকুজ্জামান, ফয়সাল আহমেদ ফাহিম, ইমরান হোসেন রিমন ও আবু সাইদ।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়